শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পূজা সরকার

পল্লবী, বিদিশা, মঞ্জুষা, সরস্বতীর পর আবারও কলকাতায় আর এক উঠতি মডেলের রহস্যমৃত্যু। ১৯ বছর বয়সেই পথচলা শেষ! তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই উঠতি মডেল গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন।
বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ তরুণীর বন্ধুকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। মৃত তরুণীর নাম পূজা সরকার। সদ্য মডেলিংয়ের জগতে পা রেখেছিলেন। পূজার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটাইয়। তিনি গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী। কয়েক মাস আগে বাঁশদ্রোণী থানার উলটো দিকে এক বহুতলের একতলায় ভাড়া থাকতেন তিনি। পূজা সাধারণত গভীর রাত নাগাদ বাড়ি ফিরতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, পূজা ছাড়াও ওই ফ্ল্যাটে তাঁর এক বন্ধুও থাকতেন। দুজনকে মাঝেমধ্যে একসঙ্গে যাতায়াত করতে দেখা যেত। কখনওসখনও চিৎকার চেঁচামেচিও শোনা যেত ওই ফ্ল্যাট থেকে।
জানা গিয়েছে, পূজা শনিবার রাতে কোনও কারণে ঘরের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। ওই ফ্ল্যাটে থাকা পূজার এক ঘনিষ্ঠ বন্ধু আবাসিকদের ডাকাডাকি করেন। প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাখায় ঝুলছেন পূজা সরকার। ওই ফ্ল্যাটের বাসিন্দাদের কথায়, প্রায়ই পূজা এবং তাঁর বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হতো। অনেক সময় ঝগড়ার আওয়াজও শুনতে পাওয়া যেত। তবে শনিবার তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়েছিল কি না, তা অবশ্য জানা যায়নি।
পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মডেলের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উঠতি মডেলের সঙ্গে থাকা বন্ধু দাবি করেন, পূজা আত্মহত্যা করেছেন। যদিও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট নয়। পুজার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পূজার পরিবারকে মৃত্যু খবর জানানো হয়েছে। উঠতি মডেল পূজা সরকার আত্মহত্যা করেছেন না কি এর পিছনে কোনও রহস্য লুকিয়ে আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Skip to content