শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মিঠুন চক্রবর্তী। ছবি সংগৃহীত।

মহাগুরুকে এখন প্রায়শই কলকাতায় দেখতে পাওয়া যাচ্ছে। রাজনীতির পাশাপাশি টলিউডেও কাজ করছেন সমানতালে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’, যা বক্স অফিসে সফল ছবি। এছাড়াও নাচের রিয়্যালিটি শো-তে তাঁকে দেখা যায়। মূলত রাজনীতির জন্য এখন কলকাতার সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। এসবের মাঝে প্রায় ১৩ বছর পর মিঠুন চক্রবর্তী ঢালিউডে কাজ করতে চলেছেন।
খবর, ঢালিউডে মহাগুরু ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। প্রাথমিক স্তরে কথাবার্তা শেষ। ছবির চিত্রনাট্যকা লিখেছেন আব্দুল জাহির। তাঁর কথায়, ‘‘গল্পটি নিয়ে প্রায় তিন মাস ধরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। গতকাল রবিবার এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।’’ বাবা-মেয়ের সম্পর্কের উপর তৈরি ছবির নাম ‘হিরো’।
আরও পড়ুন:

মঙ্গলের আকাশে এক সারিতে পাঁচ গ্রহের সমাবেশ, কেন এমন মহাজাগতিক ঘটনা ঘটবে?

নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ? তিল নাভির নীচে থাকলে কী হয়? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

আব্দুল জানিয়েছেন, চিত্রনাট্য মহাগুরুর ভালো লেগেছে। তিনি ছবিটি করবেন কথা দিয়েছেন। আব্দুল এও জানান, ‘‘আরও দুটি কাজ তাঁর হাতে রয়েছে। তাই তিনি শিডিউল মেলাবেন। আমাদের আশা, আমরা ইদের আগেই চুক্তিবদ্ধ হতে পারব। সব ঠিক থাকলে শুটিং হবে অক্টোবর নাগাদ।’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৪: পঞ্চমকে সিনেমা হলে বসিয়েই বেরিয়ে যান রীতা

উত্তম কথাচিত্র, পর্ব-২৯: সুরের আকাশে ঘটালে তুমি স্বপ্নের ‘শাপমোচন’

উল্লেখ্য, এর আগে শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ ছবির মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে প্রথম বার বাংলাদেশের ছবিতে দেখা গিয়েছিল। তবে ‘অন্যায় অবিচার’ ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি একটি ছবি। শেষ বার ২০১০ সালে ‘গোলাপি’ নামে ছবিতে মহাগুরু অভিনয় করেন।

Skip to content