শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী সুস্থ। আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাশনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন। কলকাতায় ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে মিঠুনের এমআরআই করা হয়েছে।
‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ বোধ করেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মিঠুন এখন চিকিৎসাধীন। গত বছর মিঠুন অভিনিত ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এ বার তিনি ‘শাস্ত্রী’ ছবির কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন:

মুভি রিভিউ: সুধীর মিশ্রের ‘আফওয়া’ নতুন প্রজন্মকে অন্যায়ের প্রতিবাদ করতে সাহস জোগাবে

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

‘শাস্ত্রী’ ছবির শুটিং শুরু হয় জানুয়ারি মাসে। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে। মিঠুন-দেবশ্রী ছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে এক ঝাঁক তারকা রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্যকে দেখে যাবে এই ছবিতে। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন।

Skip to content