মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


মিঠুন চক্রবর্তী।

সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে জানান, তিনি একদম সুস্থ রয়েছেন। আর কোনও শারীরিক সমস্যা নেই। তবে সমস্যাও একটা আছে। তার কারণও মহাগুরু জানিয়েছেন।
হাসপাতাল থেকে মিঠুন বললেন, ‘‘আমার আরও কোনও শারীরিক সমস্যা নেই। সমস্যা শুধু খাওয়াতেই। আমি যে গোগ্রাসে খাই।’’ তিনি ডায়াবিটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন। অভিনেতার জানান, ‘‘যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না, মিষ্টি না খেলে কিছুই হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।’’ তাঁর সমস্যার নিয়ে তিনি বলেন, ‘‘আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম।’’

মিঠুন চক্রবর্তী হাসপাতালে থাকাকলীন প্রধানমন্ত্রী মোদী ফোন করেছিলেন। জাতীয় পুরস্কারের জয়ী র সংবাদ নিয়েছিলেন। প্রসঙ্গে মিঠুন জানান, ‘‘প্রধানমন্ত্রীকেদারুণ শ্রদ্ধা করি।’’
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, পর্ব-৩৫: সুন্দরবনের নদীবাঁধের অতীত

মুভি রিভিউ: অরবিন্দনের প্রথম ছবি ‘উত্তরায়ণম’ স্বাধীনতার আগে ও পরের মূল্যবোধের গল্প

শনিবার সকালে ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ বোধ করেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মিঠুন এখন চিকিৎসাধীন। সূত্রের খবর, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। আপাতত অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর মিঠুন অভিনিত ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এ বার তিনি ‘শাস্ত্রী’ ছবির কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

‘শাস্ত্রী’ ছবির শুটিং শুরু হয় জানুয়ারি মাসে। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে। মিঠুন-দেবশ্রী ছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে এক ঝাঁক তারকা রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্যকে দেখে যাবে এই ছবিতে। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি। ‘শাস্ত্রী’ ছবির মাধ্যমে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। ছবিটি চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা।

Skip to content