শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মিরিকে মোদক পরিবার।

ভালোবাসার সপ্তাহ উদযাপন করতে মিরিক পাড়ি দিয়েছে মোদক পরিবার। আর মিরিকে বেড়াতে গিয়ে জমিয়ে ভ্যালেন্টাইন’স ডে সেলিব্রেট করছে সিদ্ধার্থ ও মিঠাই। তবে এখনও কেউ কাউকে নিজের মনের কথা বলে উঠতে পারেনি মোদক পরিবারের এই দম্পতি। ঝগড়া, রাগ, অভিমানের মধ্যে একে অপরকে কবে যে ভালোবেসে ফেলেছে, তা তাঁরা নিজেরাও জানে না। পরিবারের তরফ থেকে মিরিকে হানিমুনের জন্য পাঠানো হয়েছে মিঠাই আর সিদ্ধার্থকে। সঙ্গে এসেছে মোদক পরিবারের আরও কয়েকজন সদস্য। এভাবেই এগোচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর গল্প। পাহাড়ে গিয়ে মিঠাই আর সিদ্ধার্থের প্রেম হল কি না সেটাই এখন দেখার। চা বাগান আর পাহাড়কে সাক্ষী রেখে সিদ্ধার্থ কি তাঁর মনের কথা মিঠাইকে বলতে পারবে? নাকি তার আগেই মিঠাই নিজেই ধরা দেবে তাঁর উচ্ছেবাবুর কাছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ৮টায় চোখ রাখতে হবে জি বাংলায়।

‘মিঠাই’ নামের এই ধারাবাহিকে ‘মিঠাই’-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন অদ্রিত রায়। সিদ্ধেশ্বর মোদক অর্থাৎ সিদ্ধার্থের দাদুর চরিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও, এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিয়া মুখোপাধ্যায়, তন্নি লাহা রায়, লোপামুদ্রা সিনহা, কৌশাম্বী চক্রবর্তী, ধ্রুব সরকার, উদয় প্রতাপ সিং, সন্দীপ চক্রবর্তী সহ আরও অনেকে।

Skip to content