মিনি মাথুর।
‘ইন্ডিয়ান আইডল’-এর শুরু থেকে একটানা ছটি সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিনি মাথুর। সঞ্চালক হিসেবে তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। রাতারাতি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন মিনি। সম্প্রতি সমাপ্ত হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজন। এখন সঞ্চালনার দায়িত্বে রয়েছেন গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। প্রায় এক দশক পরে মিনি মাথুর ‘ইন্ডিয়ান আইডল’-এর গোপন কথা ফাঁস করলেন। মিনি পরিষ্কার জানিয়েছেন, ‘‘এখন ইন্ডিয়ান আইডল-এর পুরোটাই বানানো। গল্প তৈরি করা হয়।’’
সম্প্রতি সঞ্চালক সাইরাস বারোচার পডকাস্ট শোয়ে এসেছিলেন মিনি। সেখানে তিনি জানান, এখন ইন্ডিয়ান আইডলের পুরো বিষয়টি সাজানো। এক বার শোয়ে ধর্মেন্দ্র ও হেমা মালিনী এসেছিলেন। সেই পর্বে আমাকে বলা হয়েছিল কিছু বিশেষ মুহূর্ত তৈরি করতে। মাঝে মধ্যেই এই রকম নির্দেশ দেওয়া হতো। তাও আমি কাজ করে যাচ্ছিলাম। কিন্তু তার পর আমার মনে হয়েছে, শুধু টাকার জন্য এরকম কাজ আর করব না।’’
আরও পড়ুন:
বশ মানছে না ভুঁড়ি? রইল পাঁচটি সহজ টোটকা
স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর
আক্ষেপের সুরে মিনি বলেন, তখন প্রতিযোগীদের সঙ্গে আমার সম্পর্ক ছিল হৃদ্যতার। এমনও হয়েছে, আমার বাড়িতে তাঁদের নিমন্ত্রণ করেছি, খাইয়েছি। যদিও এখন সবতাই অবাস্তব কেমন মনে হয়।’’
মিনির ফাঁস করা তথ্য চমকে দেওয়ার মতো। তাঁর কথায়, এই ধরুন শোয়ে হঠাৎ করে প্রতিযোগীদের পরিবারের সদস্যদের এসে যাওয়ার দৃশ্যগুলি দেখানো হয়, তা পুরোটাই সাজানো। কারণ, শোয়ের প্রতিযোগীরা আগে থেকেই জানেন, মঞ্চে কে কখন আসছেন। তবুও নাকি নির্দেশ দেওয়া থাকে, তাঁদের অবাক হওয়ার ভান করতে হবে!
মিনির ফাঁস করা তথ্য চমকে দেওয়ার মতো। তাঁর কথায়, এই ধরুন শোয়ে হঠাৎ করে প্রতিযোগীদের পরিবারের সদস্যদের এসে যাওয়ার দৃশ্যগুলি দেখানো হয়, তা পুরোটাই সাজানো। কারণ, শোয়ের প্রতিযোগীরা আগে থেকেই জানেন, মঞ্চে কে কখন আসছেন। তবুও নাকি নির্দেশ দেওয়া থাকে, তাঁদের অবাক হওয়ার ভান করতে হবে!
আরও পড়ুন:
কমবে হতাশা-দুশ্চিন্তা, মন ভালো রাখতে এই ঘরোয়া উপায়গুলি জেনে রাখুন
বিমল মিত্র: এক অসামান্য প্রতিভার অবমূল্যায়ন
যদিও মিনিই প্রথম নন, ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক অমিত কুমারও। তিনিও এক বার অতিথি হয়ে যান ওই শোয়ে। পরে তিনি তাঁর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন। তবে এত বিতর্কের পর রমরমিয়ে চলছে এই রিয়্যালিটি শো।