মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবির কলাকুশলীরা।

 

মৎস্যকাণ্ড, সিজন ১

ভাষা: হিন্দি
প্রযোজনা: দীপক ধর
কাহিনী/চিত্রনাট্য/সংলাপ: নমেশ দুবে
পরিচালনা: অজয় ভুঁইয়া
অভিনয়: রবি দুবে, রবি কিশন, পীযুষ মিশ্র, জোয়া আফরোজ, মধুর মিত্তল, রাজেশ শর্মা, নাভেড আসলাম প্রমুখ
ওটিটি রিলিজ: এম এক্স প্লেয়ার
পর্ব: ১১
রেটিং: ৮.৫/১০

অজয় ভুঁইয়া পরিচালিত মৎস্যকাণ্ড ২০২১ এর ক্রাইম সিরিজ হলেও এখনও সমান আকর্ষণীয়। এই সিরিজের শুটিং হয়েছিল দিল্লি, মিরাট, রাজস্থানের সম্ভর এবং জয়পুরে। সব ক’টি লোকেশন এই সিরিজের ১১টি পর্বে নানা ভাবে সুব্যবহৃত হয়েছে। সিরিজের মূলসম্পদ হল, অসাধারণ চিত্রনাট্য এবং চরিত্রাভিনেতাদের অনবদ্য অভিনয়। এই সিরিজের মূল আকর্ষণ কেন্দ্রীয় চরিত্রাভিনেতা রবি দুবে। এরপরই যাঁর কথা বলতে হবে তিনি ভোজপুরি ছবির বিখ্যাত অভিনেতা রবি কিশন। সীমিত পরিসরে এক নাছোড় বান্দা পুলিশ ইন্সপেক্টর-এর চরিত্রে তিনি নজর কেড়ে নিয়েছেন। সিরিজের অনেকটা জুড়ে রয়েছে মৎস্য নামের মূলচরিত্রের জেলজীবন। মূলচরিত্র মৎস্য সেখানে আরেক বন্দি, একজন পিতৃতুল্য চরিত্রের কাছ থেকে প্রতিদিন মহাভারতের কাহিনি শুনতেন। এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন পীযুষ মিশ্র।
আমাদের দৈনন্দিন জীবনে অজান্তেই যে মহাভারত এবং পুরাণের অভূতপূর্ব সংযোগ রয়েছে তা মৎস্যকাণ্ড সিরিজ দেখলে স্পষ্ট হয়ে উঠবে। মহাভারতের অনেক জানা-অজানা কাহিনি এই সিরিজে তুলে ধরা হয়েছে। চিত্রনাট্য, পরিচালনা, চিত্রগ্রহণ এবং সম্পাদনার গুণে সেই কাহিনি ঘটনার সঙ্গে মিলেমিশে গিয়েছে। একবারের জন্যও গতি হারায়নি। আমাদের প্রাচীন গ্রন্থ এবং মহাকাব্যগুলির এত সুন্দর ব্যবহারে এই আধুনিক ক্রাইম সিরিজ এক অন্যমাত্রা পেয়েছে। প্রাচীন মহাকাব্য ও পুরাণের কাহিনির এত গভীরতাই ভারতীয় সভ্যতাকে ঐতিহ্যমন্ডিত করে এসেছে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: সত্যঘটনা অবলম্বনে ভায়োলেন্ট ওয়েব সিরিজ ‘ভাউকাল’ ভালো লাগবে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

এমএক্স প্লেয়ারের এই চমকপ্রদ সিরিজটি দর্শকদের কাছে হিট। মৎস্যকাণ্ড ১৮ নভেম্বর ২০২১ মুক্তি পাওয়ার পর থেকে ওটিটি দর্শকের মনজয় করে চলেছে। কারণ এই থ্রিলারটি এখন ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছে। আইএমডিবিতে ৯.৪/১০ রেটিং পাওয়া এই সিরিজে মনোমুগ্ধকর অভিনয় করেছেন জোয়া আফরোজ, মধুর মিত্তল, রাজেশ শর্মা এবং নাভেদ আসলাম প্রমুখ।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৫: অরু দত্ত— এক অভিশপ্ত গান্ধর্বী

ভোটস্য পরিবেদনা

এই সিরিজের প্রকাশ উপলক্ষে এমএক্স প্লেয়ারের চিফ কনটেন্ট অফিসার গৌতম তলওয়ার বলেছিলেন, তাঁরা ভারতীয় দর্শকদের কাছে নতুন, আকর্ষণীয় সিরিজ আনতে চেষ্টা করেন, যা গতানুগতিক নয়। মৎস্যকাণ্ড সেই কথা রেখেছে। অভিনেতা রবি দুবে কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় সম্মিলিত প্রয়াসের ফলস্বরূপ তার অভিনীত প্রতারক মৎস চরিত্রের প্রতিনিয়ত পরিবর্তনকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সকলের কৃতজ্ঞতা স্বীকার করেন।

অ্যাকশন, কমেডি, থ্রিল এবং গ্ল্যামার ফ্যাক্টরে ভরা এই সিরিজ একটি নিটোল বিনোদন প্যাকেজ। যার একটি পর্ব দেখার পর পরের পর্ব না দেখা পর্যন্ত আপনি ছটফট করবেন। যাঁরা এটি মিস করেছেন তাঁদের জন্য জানাই আপনি এমএক্স প্লেয়ারে বিনামূল্যে এই সিরিজ দেখতে পারেন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৮: বিয়ের পর রাধুর প্রত্যাবর্তন

গল্পে রয়েছে প্রতিশোধ, কেলেঙ্কারি, যন্ত্রণা, বন্ধুত্ব, আবেগ, সুপার টুইস্ট, ডার্ক সিন এবং চমকপ্রদ সংলাপ। সবথেকে উল্লেখযোগ্য হল, নির্মাতারা মহাভারতের চরিত্র এবং যুদ্ধের সঙ্গে গল্পটিকে প্রায় নিখুঁতভাবে মিশিয়ে দিয়েছেন। সমস্ত দৃশ্য বিশ্বাসযোগ্য করে তুলতে পটভূমি রচনায় কোনও কার্পণ্য করেননি। আর অবশ্যই কাহিনিবিন্যাসের গুণে আপনি প্রতারক মৎস্য চরিত্রের প্রতিশোধস্পৃহাকেই মনে মনে সমর্থন করবেন। অন্যায় হলেও তার প্রতিটি সাফল্য আপনাকে আনন্দ দেবে, তাঁর ব্যর্থতা আপনি চাইবেন না। মৎস্যকাণ্ড সিরিজের অন্তিম দৃশ্যে শেষ হয়ে হইল না শেষ…রীতি অনুসরণ করে পরবর্তী সিরিজ নিয়ে আসার জন্য স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content