পল্লবী দে’র মৃত্যু রহস্য কাণ্ডে নয়া মোড়। পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দারের কাছ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেলিমা বুধবার গরফা থানায় যান। সেখানি তিনি জানান, সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা সরকার পল্লবীর অনুপস্থিতিতে অনেকবার ফ্ল্যাটে এসেছেন। অভিনেত্রীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলার ঘনিষ্ঠতা তাঁর ভালো লাগত না বলেও জানিয়েছেন সেলমা। ইদের দিন এবং গত শুক্র ও শনিবার যে পার্টি হয়েছিল ফ্ল্যাটে সেখানেও ঐন্দ্রিলা উপস্থিত ছিলেন, জানিয়েছেন সেলমা। শুধু তাই নয়, সেলমার দাবি, প্রায় প্রতিদিনই ঝগড়া ও কথা-কাটাকাটি লেগে থাকত সাগ্নিক এবং পল্লবীর মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার অভিনেত্রী পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ। সুত্রের খবর, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৩, ৩৪১, ৩২৩, ৩০২ এবং ১২০(বি) ধারায়।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার অভিনেত্রী পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ। সুত্রের খবর, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৩, ৩৪১, ৩২৩, ৩০২ এবং ১২০(বি) ধারায়।