রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


মহারানি: সিজন ২।

 

মহারানি, সিজন-২

ভাষা: হিন্দি
প্রযোজনা: নরেন কুমার, ডিম্পল খারবান্দা
সৃজন: সুভাষ কাপুর
কাহিনি: সুভাষ কাপুর
চিত্রনাট্য ও সংলাপ: সুভাস কাপুর নন্দন সিং উমাশঙ্কর সিং
পরিচালনা: রবীন্দ্র গৌতম
অভিনয়: হুমা কুরেশি, সোহম শাহ, অমিত শিয়াল, বিনীত কুমার, দিব্যেন্দু ভট্টাচার্য, নেহা চৌহান, আনসা সৈয়দ, কনি কসরুতি, অনুজা শাঠে প্রমুখ।
ওটিটি রিলিজ: সোনি লিভ
পর্ব: ১০
রেটিং: ৮.৫/১০


রানি ভারতী ক্রমশ বদলে যাচ্ছে। জীবনের ঠেকতে ঠেকতে ঠকতে ঠকতে শিখতে শিখতে মানুষ যেভাবে বদলে যায়। ঠিক সেভাবেই বদলে যাচ্ছে রানি। সুস্থ হওয়ার পরে ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে পূর্বতন মুখ্যমন্ত্রী রানির স্বামী ভীমা ভারতী। ভীমা নিজে বুঝতে পারছে, প্রাণঘাতী আক্রমণের পর ক্ষমতা আগলে রাখার জন্য ঘরগৃহস্থালি সামলানো যে সহধর্মিনীর হাতে তিনি রাজ্যপাট দিয়েছিলেন। আর যার কাছে এখন সে রাজ্যপাট ফেরত চাইছেন তারা দু’জনে এক মানুষ নন। পরিবেশ পরিস্থিতি ক্রমাগত বিদ্রুপ এবং ক্রুর হিংস্র রাজনীতিতে ক্ষতবিক্ষত হতে থাকা রানি ভারতী নিজেকে একটু একটু করে বদলে ফেলছে।

আকর্ষণ ঘটনার গতি এবং অভিনয় ধারায় সিজন-২ প্রথম সিজনের তুলনায় আরও এগিয়ে যায়। কোনও একটি ওয়েব সিরিজকে সার্থক করে তোলার এটিই একটি স্বতঃসিদ্ধ পদ্ধতি। এটি দর্শকের আকাঙ্ক্ষা বাড়ে সেই সঙ্গে ওয়েব সিরিজের চাহিদা বৃদ্ধি পায়।

রাজনীতিতে সততার সঙ্গে কাজ করতে গেলে যে বিরাট অংশের বিরাগভাজন হতে হয় তা এক স্বীকৃত সত্য। দুর্নীতির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন দু’ ধরনের প্রশাসক। যিনি অসম্ভব আত্মবিশ্বাসী এবং রাজনৈতিক ঝুঁকি নিতে ভয় পান না। যিনি জানেন একটা বড় অংশের রাজনৈতিক নেতারা দুর্নীতিপরায়ণ। তাই তাঁকে অবশ্যম্ভাবীভাবে ভয়ংকর বিরোধিতার মোকাবিলা করতে হবে। কিন্তু তিনি এও জানেন ঠিকভাবে দুর্নীতি প্রমাণ হয়ে গেলে এই বিরোধিতা এই কুৎসা এই অপপ্রচারের কোন অস্তিত্ব থাকবে না। যে জনতার পরিষেবা দিতে তিনি জনপ্রতিনিধি সেই জনতাই মিথ্যার ধোঁয়াশা কাটিয়ে কঠিন সত্যিটা উপলব্ধি করতে পারবেন। কিন্তু এই ধরনের দৃঢ়প্রতিজ্ঞ কঠিন ব্যক্তিত্বের প্রশাসক সচরাচর মেলে না।
আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

দ্বিতীয় যে ধরনের মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন তাঁরাও অকুতোভয়। সেই সঙ্গে তাঁদের কোন আকাঙ্ক্ষা কোনও চাওয়া পাওয়া থাকে না। রানি ভারতী এই দ্বিতীয় শ্রেণির প্রতিনিধি। সমাজের এমন মানুষের সংখ্যাও কিন্তু খুব কম। যাঁদের সংখ্যা বেশি তাঁরা ভেকধারী জনমোহিনী সিদ্ধান্ত নেন সঠিক কঠিন দুরূহ সিদ্ধান্ত নিতে ভয় পান। তাঁরা নয় নিজে দুর্নীতি করেন অথবা মুখবুজে দুর্নীতির সঙ্গে সমঝোতা করেন। ‘মহারানি সিজন-২’ তে এই সব ধরনের চরিত্রকে গড়ে তুলেছেন কাহিনি ও চিত্রনাট্যকার সুভাষ কাপুর। রাজনীতিতে ব্যক্তিগত আমলারা কতখানি গুরুত্বপূর্ণ সেটা মহারানি ‘সিজন-১ এবং ২’ দেখলে স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৭: হারায়ে খুঁজি চন্দ্রনাথ

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২০: মানকুমারী বসু—সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন!

রাজনৈতিক উদ্দেশ্যে কিভাবে দাঙ্গা বাঁধানো হয় তার সবিস্তারে দেখানো হয়েছে ‘সিজন-২’ তে। রানি মন দিয়ে সততার সঙ্গে তার সংসার সামলেছে। একেবারে অন্য জগত থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসে রানি প্রতি মুহূর্তে ধন্দে পড়ে যাচ্ছে তার আশেপাশের বিশ্বাসঘাতকদের চিনতে পেরে সে বুঝতে পারছে আজকের রাজনীতিতে সততা ক্রমশ মূল্যহীন হয়ে পড়ছে। এরই মধ্যে নির্বাচন জয়ের পরেও আচমকা স্বামী ভীমা ভারতীর মৃত্যু সমস্ত রাজনৈতিক সমীকরণ উল্টে পাল্টে দিয়ে যায়। দর্শক এক অনভিপ্রেত ক্লাইম্যাক্স এর মধ্যে থমকে যায় ‘সিজন-২’ এর নাটকীয় পরিসমাপ্তি ঘটে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৫: ভূপেনবাবুর ভূত

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৩: শ্রীমার বড় ভাইজিরা—নালু ও মাকু

সিজন ওয়ান এর মতোই রাণী ভারতীর চরিত্রে চমকে দিয়েছেন হুমা কুরেশি। পাল্লা দিয়ে অভিনয় করেছেন ভীমা ভারতী চরিত্রে সোহম শাহ বা নবীনকুমারের চরিত্রে অমিত সিয়াল। বিশেষভাবে উল্লেখযোগ্য রানির পার্সোনাল সেক্রেটারি কাবেরীর ভূমিকায় কোণি কুস্রুতি, মিশ্র চরিত্রে প্রমোদ পাঠক। দিব্যেন্দু ভট্টাচার্য মার্টিন এক্যা চরিত্রে অসাধারণ। বিনীত কুমার অভিনীত চরিত্র গৌরীশংকর পাণ্ডে চরিত্রটি বিশেষভাবে নজর কাড়ে।—চলবে।
* * জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড। (Fiji)।

Skip to content