পপ তারকা ম্যাডোনা।
এখনও রোগের সঙ্গে জোরদার লড়াই চলছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও পপ তারকা ম্যাডোনা এখনও পুরোপুরি সুস্থ হননি। বমি বন্ধ হচ্ছে না। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, গায়িকা তাঁর নিউ ইয়র্কের বাড়িতে একপ্রকার শয্যাশায়ী।
গত শনিবার আচমকা সংজ্ঞা হারান ৬৪ বছরের গায়িকা। নিউ ইয়র্ক সিটি হাসপাতালে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয়। পরিস্থিতি খুবই গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। সমাজমাধ্যমের পাতায় ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সেই খবর জানান। তিনি এও জানান, পপ তারকা অসুস্থতার জন্য এই মুহূর্তে তাঁর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
একের পর এক ছবি ব্যর্থ, অভিনয় থেকে দীর্ঘ বিরতি, আমির কি এ বার অন্য পেশা বেছে নিলেন?
রাস্তায় গাড়ি পার্ক করে রাখেন? কোন ৫টি বিষয়ে সতর্ক না থাকলেই সারাইকর্মীর কাছে ছুটতে হতে পারে?
গত ২৪ জুন ম্যাডোনার জীবাণু সংক্রমণ হয়। হাসপাতালের চিকিৎসা চলার পর কিছুটা পরিস্থিতির উন্নতিও হয়। তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে তাঁর। এই মুহূর্তে আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের তরফে। ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি জানিয়েছেন, গায়িকা সুস্থ হলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানো হবে।
আরও পড়ুন:
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৫: আমার পায়ে ঝিঁ ঝিঁ, আমি জ্ঞান হারিয়েছি
সুস্থ থাকুন, ভালো থাকুন: মাঝেমাঝেই পা ফুলে যায়? অবহেলা না করে সতর্ক থাকুন
ম্যাডোনার আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ বেরনোর কথা। আমেরিকা এবং ব্রিটেন হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা পপ তারকার ‘সেলিব্রেশন ট্যুর’। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় এ নিয়ে অনেক পোস্ট করেছিলেন গায়িকা। তবে এখন বাড়িতেও তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তিনি বিছানা থেকে ঠিক মতো উঠতেই পারছেন না। পপ তারকা ম্যাডোনাকে আবার হাসপাতালে ভর্তি করাতে হবে কি না, সেই আশঙ্কা করছেন তাঁর অনুগামীরা।