ভূপিন্দর সিংহ
চলে গেলেন বর্ষীয়ান গজলশিল্পী ভূপিন্দর সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শিল্পী করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়। বলিউডের সঙ্গীত জগতে তিনি গজল সম্রাট হিসেবে খ্যাত ছিলেন। বাংলা ও হিন্দি ভাষায় বহু গান গেয়েছেন তিনি। গজলশিল্পী বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। মূত্রনালীর সংক্রমণে অনেক বার ভুগেছেন। সোমবার বিকেল নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘ত্রয়ী’, ‘সত্তে পে সত্তা’, ‘দুরিয়া’, ‘মৌসম’, ‘আহিস্তা’ প্রভৃতি ছবির গান শ্রোতাদের মন জয় করে নিয়েছে। গজলশিল্পী ভূপিন্দর সিংহ-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। শিল্পী জানান—গজল সম্রাট ভূপিন্দর সিংহ আমার বড় দাদার মতো ছিলেন। তাঁর কণ্ঠস্বর অন্যদের থেকে একদম আলাদা। সঙ্গীত জগৎ আবার অভিভাবকহীন হল।