রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী পল্লবী দে। চার মাস আগে আচমকাই গড়ফার এক আবাসন থেকে উদ্ধার হয় মডেল-অভিনেত্রী পল্লবী দে‘র মৃতদেহ। তার পর শুরু হয় তদন্ত। তবে সে সব এখন অতীত। অনুরাগী, পরিবার, প্রিয়জনদের মন ভারি করে দূর দেশে পাড়ি দিয়েছেন তিনি। মেয়ে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মা সঙ্গীতা দে, বাবা নীলু দে। তবে আবারও স্টার জলসার ধারাবাহিকের মধ্যমেই ফিরছেন পল্লবী। মৃত্যুর পর কীভাবে সম্ভব? টলিপাড়া সূত্রে খবর, স্টার জলসায় আসন্ন ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তাঁর। এক বছর আগে শ্যুটিং সেরেছিলেন ধারাবাহিক ‘বিক্রম বেতাল’-এর। সম্প্রতি সামনে এসেছে মেগার প্রচার ঝলক। ফের পল্লবীকে দেখে আবেগপ্রবণ তাঁর অনুরাগীরা।
জানা গিয়েছে, পল্লবীর মৃত্যুর পর থেকে তাঁর বাবা আর টেলিভিশনের ধারে কাছে যান না। মেয়েকে আবারও পর্দায় দেখতে পাওয়ার খবর শুনে আবেগপ্রবণ মা সঙ্গীতা। তাঁর কথায়, মেয়েটা ফের আগের মতো কথা বলবে, হাঁটবে চলবে। সেটা দেখতে পাব ভেবেই আমি খুশি। এটুকু আঁকড়েই তো বেঁচে থাকা।
আরও পড়ুন:

মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা

পুজোয় মণ্ডপে মণ্ডপে সন্তান কোলে ঢুঁ মারতে শাড়ির সাজ হোক আরামদায়ক

ছোটদের যত্নে: শিশুর হাঁপানির সমস্যা? বাড়িতে কীভাবে প্রাথমিক চিকিৎসা করবেন জেনে নিন খুঁটিনাটি

তিনিই সারস্বত সাধনার প্রতিরূপা সত্যিকারের দশভুজা

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘বিক্রম বেতাল’। ছোটবেলায় অনেকেই বিক্রম বেতালের গল্প শুনে বড় হয়েছেন। এবার সেই নস্টালজিয়া উস্কে টিভির পর্দায় আসছে রাজা বিক্রম আর পেতপুরীর পিশাচ বেতালের গল্প। এই ধারাবাহিকে রাজা বিক্রমাদিত্য চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে। বেতাল চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। মুখ্য চরিত্রে অভিনেত্রী হিসেবে রয়েছেন অদ্রিজা রায়। আর রানি হিসেবে বেশ কিছুদিন পল্লবী দে’কে দেখা যাবে। এটাই ছিল তাঁর শেষ কাজ। মিষ্টি হাসি আর অভিনয়ের গুণে শুরু থেকেই সবার মন জিতেছিলেন পল্লবী। আরও অনেকটা পথচলা বাকি ছিল তাঁর, তবে অকালেই চলে গেলেন তিনি। কিন্তু পল্লবীর মুক্তি না পাওয়া এই কাজ পর্দায় দেখবার সুযোগ পাবে দর্শকরা।
প্রসঙ্গত, গত মে মাসের এক রবিবার সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর দেহ। প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যু নিয়ে বিতর্কের জল গড়িয়ে ছিল বহুদূর। যদিও পল্লবীর মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা আজও স্পষ্ট নয়। তবে পল্লবীর মতো প্রতিভাবান অভিনেত্রীকে হারানোর আক্ষেপ আজও রয়েছে অনুরাগীদের।

Skip to content