শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কৃষ্ণকুমার কুনাথের শেষ যাত্রা শুরু হয় দুপুর একটায়। তাঁর অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় হাজির হয়েছিলেন তাঁর কাছের সব সহকর্মীরাই। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন গায়কের শেষ যাত্রায়। অনুরাগীদের পাশাপাশি বলিউডের সঙ্গীতজগতের বিশিষ্টরা সেই তালিকায় রয়েছেন। ভারসোভার শ্মশানে উপস্থিত হয়েছিলেন সেলিম, শ্রেয়া, হরিহরণ, অলকা, অভিজিতের মতো বিশিষ্ট শিল্পীরা। চলছে কেকে-র শেষকৃত্য। ভারসোভার মুক্তিধামে জ্বলছে শিল্পী কৃষ্ণকুমার কুনাথের চিতা। পুত্র নকুল এবং কন্যা তামারা চোখের জলে শেষ বিদায় জানালেন বাবাকে। কেকে-র মায়েরও এই ভারসোভার মুক্তিধামেই শেষকৃত্য হয়েছিল। ঠিক সেই একই জায়গাতে কেকে-র চিতাও জ্বলছে।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content