রবীন্দ্র সদন থেকে শুরু হল গায়ক কেকে-র শেষ যাত্রা। তাঁর যাত্রার সুরও বেঁধে দিল তাঁরই গাওয়া জনপ্রিয় গান— হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…। বুধবার দুপুর আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কাঠের কফিনে বন্দি গায়কের মরদেহ এসে পৌঁছেছিল রবীন্দ্র সদনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,বাংলায় প্রয়াত সঙ্গীতশিল্পীদের যেহেতু রবীন্দ্র সদনে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় তাই কেকে-র দেহও সেখানেই রাখা হবে। মুখ্যমন্ত্রী নিজেও শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর জন্য বুধবার বাঁকুড়া সফর কাটছাঁট করে তরিঘরি দুপুর নাগাদ কলকাতা পৌঁছন মুখ্যমন্ত্রী।
বেদি সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। নিজের হাতে মুখ্যমন্ত্রী মমতা রজনীগন্ধার ছড়া দিয়ে সাজিয়ে দেন। শিল্পীর ছবিও সাদা ফুলে সাজানো হয়। কেকে-র স্ত্রী জ্যোতি এবং তাঁর পুত্র নকুলও সেখানে উপস্থিত ছিলেন। রবীন্দ্র সদনে শিল্পীর দেহ প্রবেশ করার সময় এগিয়ে গিয়ে জ্যোতির হাত ধরেন মমতা। তখন মুখ্যমন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন কেকে-র স্ত্রী জ্যোতি।
রবীন্দ্র সদন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের পরে কফিনবন্দি কেকে-র নশ্বর দেহ কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় । তখনও বেজে চলেছে তাঁরই কণ্ঠে গাওয়া গান —হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…।
রবীন্দ্র সদন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের পরে কফিনবন্দি কেকে-র নশ্বর দেহ কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় । তখনও বেজে চলেছে তাঁরই কণ্ঠে গাওয়া গান —হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…।