শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কেকে

কলকাতায় সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে সোমবার রাজ্যের বক্তব্য জানতে চাইল হাই কোর্ট। কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্ট আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ইমতিয়াজ আহমেদ তিনটি জনস্বার্থ মামলা করেছেন। এর মধ্যে একটিতে আবেদনকারী সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। আজ কেকে-কে নিয়ে তিনটি জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। হলফনামা প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য, কেকে-র মৃত্যু নিয়ে এত আলোচনা হলেও শিল্পীর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Skip to content