রবিবার ১০ নভেম্বর, ২০২৪


সিড-কিয়ারা।

প্রেমের মতো বিয়েটাও করে ফেললেন প্রায় চুপিচুপি। কখন দেখা যাবে বিয়ের প্রথম ছবি? জীবনের এই সেরা অনুষ্ঠানে কী রঙের পোশাক পরেছেন তাঁরা? জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে এখন ঠিক কী কী ঘটনা ঘটছে— এমন হাজারো প্রশ্ন ভিড় করেছে অনুরাগীদের মনে। এখন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণীর বিয়েই সকলের কাছে মূল আলচনার বিষয়।
৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাত ব্যাচেলর পার্টি করতেই সময় কেটে গিয়েছে বর-কনের। অতিথিরাও একের পর এক অনুষ্ঠানে মজে গিয়েছিলেন। তাই মানুষ তো দূরে থাক, বাইরে থেকে কাকপক্ষীও টের পেল না, যে বিয়েটা এক দিন পিছিয়ে গেল।
অবশেষে ৭ ফেব্রুয়ারি বিয়ে হয়ে গেল। রাজস্থানের কাঠফাটা রোদ। রাস্তা জুড়ে সব বিলাসবহুল গাড়িগুলি দাঁড়িয়ে আছে। অতিথিদের জন্য এলাহি ব্যবস্থার আঁচ যখন বাইরে থেকেই পাওয়া যাচ্ছিল, তখন একে একে ছবি প্রকাশ্যে আসতে শুরু করল।
আরও পড়ুন:

দশভুজা: সুন্দরবনের অনেক শিশুর শিক্ষার অধিকার রক্ষায় ব্রতী এই শিক্ষিকা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫: মেরুর দিকে পৃথিবী কিছুটা চাপা, তাই এখানে দুটি কাছাকাছি অঞ্চলের মধ্যেও সূর্যালোকের পার্থক্য অনেকটা

বর যে ঘোড়ায় চেপে কনের মুখ দেখবেন সেই সাদা ঘোড়াও টগবগিয়ে ঢুকে গেল সূর্যগড় প্রাসাদের মধ্যে। আগে থেকে তৈরি ছিল বরযাত্রী, ব্যান্ড পার্টিও। তার পর দুপুরবেলা সাত পাকে ঘুরলেন সিড-কিয়ারা। রাজকীয় বেশ পরেছিলেন তাঁরা, যাতে রুপোলি আভা। কড়া নিরাপত্তা পেরিয়ে তাঁদের বিয়ের প্রথম ছবি অবশেষে প্রকাশ্যে এল।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: রোজকার খাবার একঘেয়ে হয়ে গিয়েছে? বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু পালং পনির

ষাট পেরিয়ে, পর্ব-২৩: শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য/২

পঞ্জাবি ঐতিহ্য মেনেই বিয়ের আয়োজন করা হয়েছিল। একেবারে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হলেও জাঁকজমকের ঘটা যে কম ছিল না তা পরে বোঝা গিয়েছিল। আমন্ত্রিত ছিলেন মাত্র ১০০-১২৫ জন। যাঁদের মধ্যে রয়েছেন পরিচালক কর্ণ জোহর, পোশাকশিল্পী মণীশ মলহোত্র। ‘কবীর সিংহ’-এ কিয়ারার সহ-অভিনেতা শাহিদ কপূরও সস্ত্রীক এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।

বিয়েতে নিমন্ত্রিতদের থাকার জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে মার্সেডিজ, জ্যাগুয়ার, বিএমডব্লিউয়ের মতো ৭০টি বিলাসবহুল গাড়িও। জোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় অপেক্ষা করবে এই গাড়িগুলি। যাতে অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি না হয়, রয়েছে তার সব ব্যবস্থাই করেছিলেন সিড-কিয়ারা।

Skip to content