শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


মিষ্টি, চপের পর এবার মাটির পুতুল বিক্রেতার জীবনযাত্রার গল্প নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। এই গল্পের প্রধান চরিত্র মিতুল মাত্র ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায়। কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি করতেন মিতুলের বাবা। সেখানেই সন্দেহজনকভাবে নিখোঁজ হন তাঁর বাবা। এরপর বাবার এই পেশাকে সঙ্গী করেই জীবনযুদ্ধে নেমে পড়ে মিতুল। সে আবার কুড়িয়ে পাওয়া এক শিশু ‘গুগলি’কে মাতৃস্নেহে বড় করে তোলেন। দীর্ঘ মেলামেশার মাধ্যমে গুগলি তাঁর জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছে। এদিকে, বিখ্যাত ব্যবসায়ী ইন্দ্রজিৎ একজন দাম্ভিক ব্যক্তি। সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। পূর্ব অভিজ্ঞতায় তিনি দেখেছেন মেয়েদের সঙ্গে মেলামেশা করা খারাপ। তাই তিনি কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে মেয়েদের মতামত নেন না। প্রোমোতেও মিতুলের মাটির পুতুলের দোকান তুলে দেওয়ার প্রসঙ্গে একথাই বলতে দেখা গিয়েছে ইন্দ্রজিৎকে। কিন্তু মিতুলও যে সে মেয়ে নয়, এ হল মিতুল পাল। প্রথমে দেখে, তারপর দেখায়, শেষে শেখায়। তবে দু’জনের মধ্যেই একটা অস্পষ্ট আবেগপূর্ণ সংযোগ রয়েছে। ভালোবাসার একটি নিশ্চিত আশ্রয় রয়েছে তাঁদের অন্তরে। তাহলে কি মিতুলই পারবে ইন্দ্রজিতের ভুল ধারণাগুলি ভেঙে দিতে? শেষপর্যন্ত তাঁদের মধ্যে আদৌ কোনওদিন বন্ধুত্ব হয় কিনা তা জানতে হলে আগামী ১৬ মে থেকে প্রতি সোম থেকে রবি সন্ধে সাড়ে ছ’টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
স্নেহাশিস জানা’র পরিচালনায় জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। এই ধারাবাহিকে মিতুলের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। ইন্দ্রজিতের চরিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ এবং গুগলি’র চরিত্রে অভিনয় করছেন মাহি সিং।

Skip to content