মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


কল্যাণী কাজী। ছবি: সংগৃহীত

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী প্রয়াত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। তিনি সঙ্গীতশিল্পীও ছিলেন। নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকপ্রকাশ করে লেখেন, ‘‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোকাহত। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করত। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীতজগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’
আরও পড়ুন:

‘আরআরআর’-এর সাফল্যের পরে ‘মহাভারত’-এর কাহিনি নিয়ে রাজামৌলির নতুন চ্যালেঞ্জ

রোজদিন দেরি করে ঘুমাতে যাচ্ছেন? এতে কিন্তু ঘটতে পারে বিপদ, কী কী?

কল্যাণী কাজী নজরুল সম্পর্কে বহু অজানা কাহিনি সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলার সাংস্কৃতিক মহলও।

Skip to content