ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
তিন বছর পর ছোটপর্দায় ফিরছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। ২০১৮ সালে স্টার জলসায় ‘ভূমিকন্যা’তে মূল নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শকদের কাছে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল তাঁর অভিনীত এই চরিত্রটি। আর এবার মূল নেগেটিভ চরিত্র থেকে সরাসরি মুখ্য চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা কৌশিক সেন। ২৩ ফেব্রুয়ারি নেটমাধ্যমে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর আগামী ধারাবাহিক ‘গোধূলি আলাপ’এর প্রোমো। দোর্দণ্ডপ্রতাপ মধ্যবয়সি আইনজীবী অরিন্দমের সঙ্গে সদ্য যৌবনে পা রাখা বহুরূপী নোলকের সম্পর্কের রসায়ন ফুটে উঠবে ধারাবাহিকটিতে।
অরিন্দমের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন এবং নোলকের ভূমিকায় রয়েছে সৌমি সরকার। কলকাতার বানতলা লোহিয়া হাউজে পুরোদমে চলছে শ্যুটিং। প্রসঙ্গত, কৌশিক সেনের আগে অরিন্দমের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে, কিন্তু রাজনীতিতে ব্যস্ত থাকার ফলে তাঁর পক্ষে সময় দেওয়া সম্ভব হয়নি। ভাগ্যের ফেরে তৈরি হওয়া এই অসমবয়সি সম্পর্ককে কি আদৌ সমর্থন করবে অরিন্দমের পরিবার? জানতে হলে অপেক্ষা করতে হবে। প্রোমো মুক্তি পেলেও, কবে থেকে এই ধারাবাহিকের সম্প্রচার আরম্ভ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অরিন্দমের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন এবং নোলকের ভূমিকায় রয়েছে সৌমি সরকার। কলকাতার বানতলা লোহিয়া হাউজে পুরোদমে চলছে শ্যুটিং। প্রসঙ্গত, কৌশিক সেনের আগে অরিন্দমের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে, কিন্তু রাজনীতিতে ব্যস্ত থাকার ফলে তাঁর পক্ষে সময় দেওয়া সম্ভব হয়নি। ভাগ্যের ফেরে তৈরি হওয়া এই অসমবয়সি সম্পর্ককে কি আদৌ সমর্থন করবে অরিন্দমের পরিবার? জানতে হলে অপেক্ষা করতে হবে। প্রোমো মুক্তি পেলেও, কবে থেকে এই ধারাবাহিকের সম্প্রচার আরম্ভ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।