রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ক্যাটরিনা কইফ

৩৯ বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফ। গত বছর গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাই এবারের জন্মদিনটা আরও বেশি সুন্দর করে তুলতে ভিকি-ক্যাট পাড়ি দিলেন মলদ্বীপে। বিকিনিতে স্বামীর হাত ধরে সমুদ্রসৈকত যাপন হোক কিংবা সকালে নরম সূর্যের আলোয় নিজেকে মেলে ধর— সবেতেই স্নিগ্ধ ক্যাটসুন্দরী।
মুম্বই বিমানবন্দরে ঘনিষ্ঠ ভাবে দেখা গেল তাঁদের। বিমানবন্দরে ক্যাসুয়াল টি-শার্ট এবং ট্রাউজারে দেখা যায় ভিকিকে। অন্যদিকে, ‘ক্যাট’-এর পরনে ছিল ডেনিম জিনসের সঙ্গে গেরুয়া সোয়েটশার্ট। এই সোয়েটশার্টটির দাম শুনলে অবাক হবেন। এর দাম নাকি ৪০, ৯৯০ টাকা।
আলিয়ার মা হওয়ার খবরের পরপরই বলিউডের জোড় গুঞ্জন এবার মা হতে চলেছেন ক্যাটরিনা! তাহলে কী মলদ্বীপ থেকে ঘুরে এসেই খুশির খবর দেবেন ক্যাট? এখনও এ বিষয়ে মুখ খোলেননি দম্পতি।
কিছু দিনের মধ্যেই ক্যাটরিনাকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে। ‘ফোনভূত’-এ ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁকে দেখা যাবে। ‘জি লে জারা’-য় প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভট্টর সঙ্গেও তাঁকে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে। এছাড়াও ‘টাইগার ৩’ ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা।

Skip to content