শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

একটা সময় কার্তিক আরিয়ান এবং সারা আলি খান ছবির সেটেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সম্পর্ক নিয়ে তাঁরা প্রকাশ্যে মুখ না খুললেও বলিপাড়ায় তাঁদের সম্পর্কের কথা সবারই জানা। তারকা জুটিকে এই নিয়ে বিভিন্ন সময় নানান প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছে। সব বারই সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কার্তিক। এখন সারার সঙ্গে কার্তিকের সম্পর্ক কেমন?
এখন বলিউডে তিনি ‘সুপারস্টার’-এর তকমা পেয়ে গিয়েছেন। বড় বড় প্রযোজক-পরিচালকরা কার্তিকেই ভরসা রাখতে পছন্দ করছেন। কেরিয়ারে পর পর সাফল্য এসেছে। যদিও ব্যক্তিগত জীবনে নাকি তিনি নিজেকে ‘অপয়া’ ভাবেন। সম্প্রতি শাহরুখের ‘আস্ক এসআরকে সেশন’-এর মতো অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে টুইটারে নিজের ‘আস্কমিএনিথিং’-এ হাজির হয়েছিলেন কার্তিক। সেখানেই তাঁর অনুরাগী অভিনেতাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। যদিও কার্তিকও বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন।
আরও পড়ুন:

বৃহস্পতির উত্তর মেরুতে বজ্রপাত! ছবি প্রকাশ করল নাসা

হাঁটাহাঁটি করেই কমান ডায়াবিটিস! প্রতিদিন ঠিক কত পা হাঁটলে সুস্থ থাকবেন ডায়াবেটিকরা?

সম্প্রতি ‘সত্য প্রেম কি কথা’ ছবির বিয়ের দৃশ্যে কিয়ারা আডবাণী ও কার্তিকের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই আবহে অনুরাগীদের প্রশ্ন, বাস্তবে তিনি কবে বিয়ে করবেন? উত্তরে অভিনেতা জানান, প্রেমের ক্ষেত্রে তাঁর ভাগ্য খুবই খারাপ। একজন জানতে চান, প্রেম করে, না কি পরিবারের পছন্দ করা পাত্রীকেই তিনি বিয়ে করবেন? কার্তিকের জবাব, ‘‘অনুষ্ঠানবাড়ি, ঘোড়া সব প্রস্তুতই সারা। শুধু মেয়েই পাওয়া যাচ্ছে না!’’
আরও পড়ুন:

বড় পর্দায় আফরান নিশো, অভিনেতার প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ কলকাতায় কবে মুক্তি পাবে?

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

কার্তিকের ‘শেহজাদা’ ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তাঁর পরবর্তী ছবি ‘সত্য প্রেম কি কথা’ মুক্তি পাওয়ার পথে। শোনা যাচ্ছে এর পরই তিনি ‘আশিকি-৩’ ছবিতে তাঁর প্রাক্তন সারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।

Skip to content