রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কেক না জুতো, কী কাটলেন করিনা কাপুর! হতভম্ব অভিনেত্রী। পাশাপাশি রাখা দু’পাটি জুতো, হাতে কেক কাটার ছুরি নিয়ে তার উপর বোলাচ্ছেন করিনা। একটি সত্যিই জুতো, আর একটি কেক, অবশেষে সেটি কাটলেন তিনি। এক জুতো বিপণন সংস্থার প্রচার অনুষ্ঠানে এসে সম্প্রতি এমন ধাঁধায় পড়ে ছিলেন করিনা। হুবহু একপাটি জুতোর মতো দেখতে সেই কেক দেখে নেটদুনিয়া উত্তাল। এই মজার ভিডিয়োটি ঘুরছে সমাজমাধ্যমে। কমলা রঙের কাঁধখোলা পোশাকে উজ্জ্বল করিনা দাঁড়িয়ে আছেন। জুতো আর জুতোর নকল কেক একসঙ্গে পেয়ে তিনিও হাসিতে-বিস্ময়ে বিস্মিত। বুদ্ধি দিয়ে তাঁকে বের করতে হল আসল কেক কোনটি।
এমনকি, কেক কাটার পরও তাঁর সন্দেহ দূর হয়নি, ভাবছিলেন জুতোই কেটেছেন হয়তো। তাই নাকের কাছে কেকের কাটা টুকরো নিয়ে গন্ধ শুঁকতেও দেখা যায় অভিনেত্রীকে। আলোকচিত্রীরা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন, এমন মজাদার মুহূর্ত ফ্রেমবন্দি করার লোভে। কেক হাতে তাঁদের উদ্দেশে অভিনেত্রী বললেন, “আমার বেশ ভয় করছে, এই কেক আমি খেতে পারব না”, তার পর হাসতে লাগলেন।
আরও পড়ুন:

১০০ বছর বাঁচতে চান? তাহলে এই চারটি খাবার পাতে রাখুন

অনেক দিন ধরে কাঁচালঙ্কা টাটকা রাখতে চান? এ ভাবে রাখুন

তবে এই ভিডিয়োটি দেখে ঘৃণা বোধ করলেন কয়েক জন নেটিজেন। এক জনের বক্তব্য, “কেক পাশে কেউ জুতো রাখে! এটি আদৌ স্বাস্থ্যকর?” আবার কেউ বললেন, “এঁদের মাথা খারাপ হয়ে গিয়েছে। জুতোর মতো কেক কেউ বানায়?” করিনা অবশ্য এ সবের তোয়াক্কা করেননি। জুতোর কেক দেখে তিনি বিস্মিত হয়েছেন বলেই মনে হয়েছে। আফ্রিকায় সপরিবার সপ্তাহখানেক ছুটি কাটিয়ে সদ্য ফিরছেন মুম্বইয়ে। হাতে রয়েছে একগুচ্ছ কাজ।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: সদ্যোজাতকে স্তন্যপান করানোর সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন? রইল শিশু বিশেষজ্ঞের মতামত

তোমরা কি জানো cakewalk বা icing on the cake —এই idiom গুলোর মানে কি?

শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘দ্য ক্রু’-এ। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রিয়া কাপুর, দিলজিৎ দোসাঞ্জ, তব্বুর মতো তারকাদের। তা ছাড়াও সুজয় ঘোষের পরবর্তী থ্রিলার ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর কাজ সবে শেষ করেছেন করিনা। হনসল মেহতার একটি ছবির কাজেও তিনি এখন ব্যস্ত।

Skip to content