শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘ইন্দিরা’ লুকে কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত বলিউডের আকাশের এমন একটি নাম, বিতর্ক যাঁকে কখনও পিছু ছাড়ে না। সে যাই হোক, নতুন ছবি ‘এমার্জেন্সি’-র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের কঙ্গনা প্রমাণ করলেন যে অভিনয়ে তিনি এখনও প্রতিদ্বন্দ্বিতার ময়দান ছাড়তে নারাজ। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে।
চরিত্রকে ১০০ শতাংশ জীবন্ত করে তুলতে পৃথিবীর অন্যতম সেরা রূপটান শিল্পী ডেভিড মেলিনোস্কি নায়িকার মেকআপ করেছেন। নায়িকা নিজেই ‘এমার্জেন্সি’-র পরিচালক। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব সরিয়ে নিয়েছেন তিনি। কঙ্গনার কথায়, কবীর ‘টিকু ওয়েডস শেরু’ ওয়েব সিরিজ তৈরির কাজে ব্যস্ত থাকার কারণেই ইন্দিরার বায়োপিকের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন।
কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটা তাঁর দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য তিনি সবরকম প্রস্তুতি নিয়েছেন। তবে ‘এমার্জেন্সি’-কে ইন্দিরা গান্ধির বায়োপিক না বলে এক পিরিয়ড ছবি বলাই ভালো।
১৯৭৫ থেকে ১৯৭৭-এ দেশের জরুরি অবস্থা, সেই সময়ের রাজনৈতিক পটভূমি সেলুলয়েডে তুলে ধরতে বরাবর আগ্রহ ছিলেন কঙ্গনা। এমার্জেন্সি ছবিতে এগুলোকেই দেখা যাবে। তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতির আঙিনায় আসা, ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা তুলে ধরেছেন। এখন মুক্তির অপেক্ষায় সেই ছবি। তবে তার আগেই সামনে এল নতুন এই ছবির খবর।

Skip to content