শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘প্রজেক্ট কে’ পরিচালনা করছেন নাগা অশ্বিন। এই ছবিতে তিন মেগা সুপারস্টার একসঙ্গে কাজ করছেন। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। যদিও এই খবর সকলেরই জানা। এ বার অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে যোগ দিচ্ছেন দক্ষিণের আর এক মেগা স্টার কমল হাসান। গুঞ্জন, ‘প্রজেক্ট কে’ ছবিতে অভিনয়ের জন্য নাকি কমল হাসান প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
‘প্রজেক্ট কে’ ছবিতে কমলকে ধূসর চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। অভিনেতা সত্যিই কি ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন? জানা গিয়েছে, ‘প্রজেক্ট কে’ ছবিতে কমলকে প্রভাসের বিপরীতে ধূসর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। আবার তিনি ১৫০ কোটি পারিশ্রমিক চেয়েছেন এরও কোনও সত্যতা নেই। কমলকে যে চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে সে সম্পর্কেও তিনি হ্যাঁ বা না বলেননি।
আরও পড়ুন:

‘পুষ্পা: দ্য রুল’-এর একাধিক শিল্পী পথ দুর্ঘটনায় গুরুতর আহত, কেমন আছেন ছবির মুখ্য অভিনেতা অল্লু অর্জুন?

স্কুলে গরমের ছুটি এখনই শেষ হচ্ছে না, আরও দিন দশেক ছুটি বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘প্রজেক্ট কে’ ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও রয়েছেন। ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, পূর্বনির্ধারিত সময়ে ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ছবির নাকি ৭০ শতাংশ শুট হয়ে গিয়েছে। শুধু ভিএফএক্স, স্পেশাল এফেক্টসে ভরপুর ‘প্রজেক্ট কে’ ছবির বেশির ভাগ শুট স্টুডিয়োর অন্দরেই হয়েছে বলে খবর।

Skip to content