শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কাজল। ছবি: সংগৃহীত।

বড় পর্দার পরে এ বার ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল। সদ্য মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ ২’। চারটি ছোট ছোট গল্প নিয়ে তৈরি হয়েছে ছবি। কাজল অ্যান্থোলজির চতুর্থ গল্পে অভিনয় করেছেন দেব্যানীর চরিত্রে। ‘লাস্ট স্টোরিজ ২’ তেমন সফল না হলেও কাজলের অভিনয় অনুরাগীদের নজর কেড়েছে।
এ বার আসছে কাজলের নিজের ওয়েব সিরিজ। জুলাই মাসে মুক্তি পেতে পারে ‘দ্য ট্রায়াল’। এতে কাজলকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। ছবিটি আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ। ‘দ্য ট্রায়াল’ এর ট্রেলার মুক্তি পেয়েছে গত মাসে। ট্রেলার থেকেই পরিষ্কার একজন দৃঢ়চেতা মহিলার চরিত্রে কাজলকে দর্শকরা দেখতে পাবেন।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২৭: গুরু ছাড়া কে নেবে শিষ্যের ভার!

এত বছরের নিয়ম ভেঙে ক্যাটরিনাকে ঠোঁটে চুমু খান শাহরুখ, কেন এমন করলেন বাদশাহ?

‘দ্য ট্রায়াল’ এর ট্রেলারে দেখা যায়, কাজল আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে কাজল ও অভিনেতা যিশু সেনগুপ্ত দম্পতির ভূমিকায় জুটি বেঁধেছেন। তাঁদের দাম্পত্য জীবনে আচমকা ঝড় ওঠে। কাজলের সামনেই স্বামীর গোপন কথা ফাঁস হয়ে যায়। যিশুর জন্য বিপর্যস্ত কাজলের সংসার। আতঙ্কের মধ্যে রয়েছে সন্তানরাও।

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?
এমন সময় তাদের সামলাবেন কে? ঘুরে দাঁড়াতে হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। কিন্তু এমন পরিস্থিতিতে তিনি কতদূর এগোতে পারবেন? এমনই এক টানটান গল্প নিয়ে ‘দ্য ট্রায়াল’-এর চিত্রনাট্য।

‘দ্য ট্রায়াল’ আগামী ১৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। সম্প্রতি কাজল বলেন, ‘এত দিনের কেরিয়ারে আমি কখনও ক্যামেরার সামনে দাঁড়াতে লজ্জা পাইনি। দৃঢ়চেতা চরিত্রে অভিনয় করতেই আমার বরাবরই ভালো লাগে। দুর্বল চরিত্র ফুটিয়ে তুলতে আমি অস্বস্তি বোধ করি।’’
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৯: ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? বাস্তুশাস্ত্র মতে কেনার আগে অবশ্যই নজর দিন এই বিষয়গুলিতে

খালি পায়ে না কি জুতো পরে, কী ভাবে শরীরচর্চা করলে মিলবে বেশি উপকার?

কাজলের কথায়, ‘‘নয়নিকা মানসিক ভাবে খুবই শক্ত একজন মানুষ। পরিস্থিতি তাঁকে কিছুটা ধাক্কা দিয়েছে। তবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে নয়নিকা। সেই জন্যই ‘দ্য ট্রায়াল’ চরিত্রটা আমার এত প্রিয়।’’

Skip to content