বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


কাজল। ছবি: সংগৃহীত।

প্রায় দু’দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় জগতে রয়েছে। তিনি খুব বেশি বিতর্কেও জড়াননি। যদিও বার খোলাখুলি বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন কাজল। এর জেরে প্রবল কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে দেশে শিক্ষা ও নারী ক্ষমতায়ন প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘‘দেশ চালাচ্ছেন অশিক্ষিত নেতারা। তাঁদের শিক্ষা বা বিশেষ কোনও দৃষ্টিভঙ্গিই নেই।’’ কাজলের এমন মন্তব্যে নেটপাড়ার একটি এক বড় অংশ অভিনেত্রীর উপর বেজায় ক্ষুব্ধ। শেষমেশ কাজলকে প্রায় ক্ষমা চাইতে হয়েছে।
‘দ্য ট্রায়াল’-সিরিজের প্রচারের সময়ই কাজল এই বিতর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের দেশে পরিবর্তন খুবই ধীরে গতিতে এগচ্ছে। এর কারণ আমাদের ঐতিহ্যের গণ্ডিতেই নিহিত রয়েছে। আমরা আমাদের চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, যা আসলে শিক্ষার সঙ্গে সম্পর্কিত। আমি ক্ষমাপ্রার্থী এই কারণে যে, এমন সব রাজনৈতিক নেতাদের দ্বারা আমরা শাসিত হচ্ছি, যাঁদের প্রাথমিক শিক্ষাই নেই। তাঁদের ভালো-মন্দের দৃষ্টিভঙ্গিরও অভাব আছে। শিক্ষা আমাদের অন্তত একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সন্ধানের সুযোগ দেয়।’’
আরও পড়ুন:

জিৎ সত্রাগ্নি’র গল্পে এবার জিৎ-রুক্মিণীর ছবি ‘বুমেরাং’

পঞ্চমে মেলোডি, পর্ব-১৯: পঞ্চমের সুরে লতার গাওয়া ‘মেরে নয়না সাওন ভাদো’ গান শুনে শুনেই প্রস্তুতি শুরু করেন কিশোর

কাজলের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই প্রবল ভাবে তাঁকে ট্রোল করা হয়। এক জন লিখেছেন, ‘‘কাজল, আপনি নিজে এক জন স্কুলছুট। আপনার স্বামী তো গুটখা বিক্রি করেন। ফলে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন যে, দেশ অশিক্ষিত নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে।’’ অনেকে দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়েছেন। শেষমেশ প্রবল সমালোচনার মুখে পড়ে কাজল টুইট করে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন:

বর্ষার মরসুমেও তেষ্টা কম পাচ্ছে? এই সব লক্ষণে বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি তৈরি হয়েছে কিনা?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪: সুন্দরবনের লবণ-বৃত্তান্ত

অভিনেত্রী লেখেছেন, ‘‘আমি শিক্ষা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছি। এটা জরুরিও। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। অনেক নেতাই আছেন যাঁরা সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’’

Skip to content