শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’ ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে তুলেছে। সর্বত্র বাজিমাত করেছে এই ছবি। মাত্র এক সপ্তাহেই বিপুল পরিমাণ ব্যবসা করেছিল ‘আর আর আর’। এ বার অস্কার নিয়ে গুঞ্জন। বিদেশি ম্যাগাজিন ‘ভ্যারাইটি’তে প্রকাশিত খবর অনুযায়ী, সেরা বিদেশি ছবি ও অরিজিনাল মিউজিক এই দুই বিভাগে নাকি মনোনয়ন পাচ্ছে ‘আর আর আর’। আর এই তথ্য যদি সত্যি হয় তাহলে তা অবশ্যই ‘আর আর আর’ ভারতীয় সিনেমায় মাইলফলক হয়ে থাকবে। মনে করা হচ্ছে, এই ছবির হাত ধরে ভারতীয় সিনেমার ভাগ্য ফিরতে পারে। ছবিটিতে অভিনয় করেছেন রামচরণ, জুনিয়র এনটিআর প্রমুখ। ছবিতে রামচরণের চরিত্রের নাম আল্লুরি অর্জুন। আর জুনিয়র এনটিআর-কে দেখা গিয়েছে কুমারাম ভীম চরিত্রে।
আরও পড়ুন:

বিদেশেও সংকট, অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’কে নিষিদ্ধ ঘোষণা কুয়েত সেন্সর বোর্ডের

পাকিস্তানের বিবাহিত অভিনেত্রী সজলের সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান? নেট মাধ্যমে পোস্ট ঘিরে গুঞ্জন

ইতিমধ্যেই ভারত থেকে অস্কারের মঞ্চে কোন কোন ছবি যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন উঠেছে, এবারে অস্কারে যাওয়ার জন্য নাকি নির্বাচিত হয়েছে দক্ষিণী ছবি ‘আর আর আর’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’। এছাড়াও রয়েছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবি। তবে অনেকেই মনে করছেন, আর আর আর এবং কাশ্মীর ফাইলসের সঙ্গে অস্কারে গাঙ্গুবাইয়ের লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। তবে পুরোটাই গুঞ্জন। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি মন্তব্য পাওয়া যায়নি।

Skip to content