শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


জয় আকন্দ

ভালোবাসার দিনেই মুক্তি পেল ‘প্রেম প্রেম পাগলামি’ গানের মিউজিক ভিডিও। এই গানটি শোনা যাবে বাংলাদেশের সঙ্গীত শিল্পী জয় আকন্দের কণ্ঠে। এই গানের সুরও করেছেন জয় আকন্দ স্বয়ং। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তেই মুক্তি পেল এই ভালোবাসার গান। গানটি লিখেছেন চয়নিকা সাহা। প্রেম দিবসে নতুন বাংলা গান ‘প্রেম প্রেম পাগলামি’ মুক্তি পাবে এইচএম সিরিজের ইউটিউব চ্যানেলে। কলকাতায় ময়দান, মল্লিকবাজার ঘাট, পাটুলি সহ ভিন্ন ভিন্ন স্থানে শুটিং হয়েছে এই গানের। নির্দেশনায় ছিলেন নীল মিল্টন। চিত্র পরিচালনার দায়িত্বে ছিলেন সুরজ বিশ্বাস। এই মিউজিক ভিডিওটিতে অভিনয়ে করেছেন অভিনন্দন ও বিউটি। অভিনেতা অভিনন্দন সরকার-কে এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও, ২০২০ সালে জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘দুর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’ -এর অসুররাজ মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনন্দন।

অভিনন্দন সরকার

ভ্যালেন্টাইনস ডে তথা ভালোবাসার দিনে মুক্তি পেল সুন্দর একটি রোমান্স ভরা ভালোবাসার গান ‘প্রেম প্রেম পাগলামি’। এই গানের সুরকার ও গায়ক বাংলাদেশের সঙ্গীত শিল্পী জয় আকন্দ-এর কথায়, ‘বাংলাদেশ থেকে আমার গান মুক্তি পায়, তবে এবছর প্রথম কলকাতা থেকে আমার গান মুক্তি পাবে। কলকাতা থেকে ভালোবাসার দিনে এই গান আমার সুরে, আমার কণ্ঠেই মুক্তি পেল। এতে আমি খুবই খুশি। কলকাতাতেও আমার গান মানুষ পছন্দ করছেন, এটা দেখেও আমার খুবই ভালো লাগছে। আর সেই কারণেই আমি ভারতে ও কলকাতায় আরও কাজ করতে চাই। সেখানকার মানুষদের আমার সত্যিই খুব ভালো লাগে।’
এদিকে, এই মিউজিক ভিডিও প্রসঙ্গে অভিনেতা অভিনন্দন সরকার বলেন, ‘প্রেম প্রেম পাগলামি’ — গানটির ভিডিওতে অভিনয় করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এই ভিডিওটিতে রয়েছে একটি মিষ্টি এবং পাগল প্রেমের গল্প, যা দর্শক এবং শ্রোতাদের মন সহজেই কেড়ে নেবে। শুধু তাই নয়, মিউজিক ভিডিওটিতে এই গান যাঁর কণ্ঠে শোনা যাচ্ছে বাংলাদেশের সেই সঙ্গীতশিল্পী জয় আকন্দ-এর সঙ্গে কাজ করতে পেরেও আমি খুশি। আশা করি, ভবিষ্যতে আরও ভালো কাজ আমরা একসঙ্গে করবো। ‘প্রেম প্রেম পাগলামি’ মিউজিক ভিডিওতে অভিনেত্রী বিউটির অভিনয়ও প্রশংসনীয়। ওঁর সঙ্গে অভিনয় করতে পেরে আমিও খুশি।’

Skip to content