বুধবার ১৩ নভেম্বর, ২০২৪

অঞ্জনা ভৌমিক।

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক নীলাঞ্জনা সেনগুপ্তের মা। অঞ্জনা দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখের সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে সাড়ে দশটা তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অঞ্জনা ভৌমিককে ষাট থেকে আশির দশকে একাধিক বাংলা সিনেমায় দেখা গিয়েছে। বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল: ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’ ইত্যাদি। বড় পর্দায় অঞ্জনা এবং উত্তম কুমারের রসায়ন দর্শক বেশ পছন্দ করতেন।
আরও পড়ুন:

মুভি রিভিউ: কেমন হল তব্বুর ‘খুফিয়া’? বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার জমল কি?

পর্দার আড়ালে, পর্ব-৪৮: পুরীতে ‘নির্জন সৈকতে’র শুটিংয়ে একসঙ্গে চার চারটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ছায়া দেবী

বর্ষীয়ান এই অভিনেত্রী বহু বছর অন্তরালে ছিলেন। অঞ্জনার দুই মেয়ে— নীলাঞ্জনা এবং চন্দনা। দু’জনেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতা যিশু সেনগুপ্তর স্ত্রী নীলাঞ্জনা একজন সফল প্রযোজক। অঞ্জনার নাতনি সারারও অভিষেক হয়েছে ‘উমা’ সিনেমার মাধ্যমে।

Skip to content