বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


রুক্মিণী ও জিৎ।

● সময় আপডেটস: প্রথমেই আপনাকে অভিনন্দন নতুন ছবি শুরু করার জন্য।
●● সৌভিক: ধন্যবাদ। আমিও বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত!

● সময় আপডেটস: চিরাচরিত যে বিষয়গুলো পাঠক জানতে চায় সেগুলোতে একটু পরে আসছি। প্রথমে জানতে চাইছি, ‘সুইজারল্যান্ড’, ‘আয় খুকু আয়’, তারপর ‘বুমেরাং’ এটা কি আপনার তৃতীয় ছবি?
●● সৌভিক: হ্যাঁ, এটি আমার তৃতীয় ছবি।

● সময় আপডেটস: আপনার ছবিতে বিনোদনের উপাদান যথেষ্ট থাকে। বিষয় হৃদয়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ককেও নাড়া দেয়। ঝুঁকিটা সচেতনভাবেই নেন?
●● সৌভিক: ‘সুইজারল্যান্ড’ তৈরির পিছনে মূলত কাজ করেছিল সাধারণ মানুষের স্বপ্নকে ছোঁয়ার যে ইচ্ছে, সেটা। আমরা, সাধারণ মধ্যবিত্ত বাঙালি, যারা বেড়াতে যাওয়া নিয়ে পুরী, দীঘা বা দার্জিলিঙের মধ্যে সীমাবদ্ধ থাকি, তারাও কিন্তু মনে মনে একটা স্বপ্নকে লালন করি, যে ইস্ আমাদের যদি রাহুল-সিমরনের মতো একটা সুইজারল্যান্ড ট্রিপ হতো! যদিও আমরা জানি যে সেটা সম্ভব নয়। আমার চরিত্ররা সেই অসম্ভবকেই চেষ্টা করতে গিয়েছে।

দ্বিতীয়ত, কোভিড আমাদের সকলকেই ভীষণভাবে নাড়া দিয়ে গিয়েছে। আমরা দেখেছি চারপাশে কত মানুষের গোটা জীবনটাই কেমন নষ্ট হয়ে গিয়েছে। আমার মনে হয়েছিল, এদের নিয়ে একটা গল্প করা উচিত। সেই ভাবনা থেকেই ‘আয় খুকু আয়’ লিখেছিলাম। আমার ছবিগুলো ওই ভাবেই হয়। সাধারণ মানুষের কথাই আমি ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকি। আর যেহেতু দর্শকরা সিনেমা দেখেন মূলত বিনোদনের জন্য, তাই সেই সব উপাদান আমার ছবিতে থাকে।
● সময় আপডেটস: অর্থাৎ দর্শক আপনার ছবি দেখে আনন্দও পান, আবার নিজেদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটও করতে পারেন।
●● সৌভিক: একদমই ঠিক।

● সময় আপডেটস: ‘বুমেরাং’ ছবিটি তৈরি হচ্ছে জিৎ সত্রাগ্নি-র মূল কাহিনি অবলম্বনে। গল্পটা কী নিয়ে? এখানে জানিয়ে রাখি সময় আপডেটস-এ নিয়মিত উপন্যাস লেখার সুবাদে আমরা জিৎ-সত্রাগ্নিকে প্রশ্ন করেছিলাম এই গল্পের বিষয়ে। তিনি ‘এলিমেন্ট অফ সারপ্রাইজ’ বজায় রাখার জন্যই সম্ভবত গল্পের বিষয়ে কিছুই জানাতে রাজি হননি। শুধু বলেছেন, তাঁর মূল কাহিনির নির্যাসটুকু অসাধারণভাবে ব্যবহার করে এক দুর্দান্ত মজাদার চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌভিক কুণ্ডু। গল্পটা কী নিয়ে যদি একটু ইঙ্গিত দেন।
●● সৌভিক: না, কাহিনি সম্পর্কে এখনই কোনও ইঙ্গিত দেওয়া সম্ভব নয়। তবে এটুকুই বলতে পারি যে, ‘বুমেরাং’ একটি সায়েন্স ফিকশন কমেডি ছবি। আশাকরি দর্শকদের ভালো লাগবে।
আরও পড়ুন:

গা ছমছমে ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-১০: আচমকা নাকে এলো সেই অদ্ভুত পোড়া গন্ধটা

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-২৪: অর্কের একটা কথায় বাড়ি ছেড়ে চলে গেলেন সানন্দা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২১: আবার কালাদেও?

● সময় আপডেটস: তাহলে কি সুপারস্টার জিতকে এ বারে আমরা অন্য কোনও ভূমিকায় দেখব? কারণ, আমরা তো তাঁকে নানা অবতারে দেখেছি?
●● সৌভিক: হ্যাঁ, একদম অন্য চরিত্র। এই ধরনের চরিত্র জিতদাকে আগে কখনও দেখা যায়নি।

● সময় আপডেটস: নায়িকার ভূমিকায় জিতের বিপরীতে রুক্মিণী মৈত্রকে ভাবার কোনও বিশেষ কারণ আছে কী?
●● সৌভিক: রুক্মিণী খুবই ভালো একজন অভিনেত্রী। ‘সুইজারল্যান্ডে’ আমি ওর সঙ্গে কাজ করেছি। আর এই চরিত্রটা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমার মনে হয়েছিল এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রুক্মিণী এই মুহুর্তে আমাদের কাছে বেস্ট অপশন

পরিচালক ও চিত্র সম্পাদক সৌভিক কুণ্ডু।

● সময় আপডেটস: জিতকে আমরা মূলত অ্যাকশন হিরো হিসেবে দেখেছি। ‘চেঙ্গিস’ তাঁর একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ‘বুমেরাং’-এ জিতের চরিত্রে নতুন কী চমক অপেক্ষা করছে?
●● সৌভিক: একদমই নতুন ভাবে দেখা যাবে জিতদাকে। আমরা আশা করছি, জিতদাকে এই নতুন অবতারে দর্শকের খুবই ভালো লাগবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪১: কান্না হাসির দোল দোলানো ‘একটি রাত’

পঞ্চমে মেলোডি, পর্ব-১৮: মনে পড়ে পঞ্চমের কণ্ঠে শোলে ছবির সেই বিখ্যাত ‘মেহবুবা মেহবুবা…’ গানটি?

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৫: আমার পায়ে ঝিঁ ঝিঁ, আমি জ্ঞান হারিয়েছি

● সময় আপডেটস: এই ছবিতে অন্যান্য চরিত্র নির্বাচনেও একটা বৈচিত্র্য দেখা গিয়েছে এটার কারণ কী?
●● সৌভিক: হ্যাঁ, এই ছবির অন্যান্য চরিত্রের কথা বলেতে গেলে প্রথমেই আসবে সত্যমের (সত্যম ভট্টাচার্য) কথা। সত্যম ‘আয় খুকু আয়’তেও কাজ করেছে। আমার মতে, ওর কমেডি টাইমিং অসাধারণ! সত্যম ছোটখাট ডায়লগ যেভাবে টুক করে বলে দেয়… কমেডির যেটা মূল বিষয় ‘টাইমিং সেন্স’! ওর সেটা দুর্দান্ত আছে। এছাড়াও ছবিতে সত্যমের বিপরীতে ওর লাভ ইন্টারেস্ট, দেবচন্দ্রিমা রয়েছে। ওর সঙ্গে আমাদের এটা প্রথম কাজ হবে। ওরও ‘কমেডি টাইমিং’ খুব ভালো, আমরা অডিশনেই দেখেছি।

রয়েছেন শ্যামলদা (শ্যামল চক্রবর্তী), ওঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। উনি দীর্ঘ দিনের নাট্যকর্মী। অসাধারণ সব নাটক রয়েছে, যেখানে উনি বাঘা বাঘা সব চরিত্র করেছেন। সিনেমাতে উনি কি যাদু করতে পারেন, সেটা আমরা ‘বল্লভপুরের রূপকথা’য় দেখেছি। এককথায় ‘মনোহরি’কে সবাই চেনে।

এছাড়া ঝুলনদিও (ঝুলন ভট্টাচার্য) থাকছেন এই ছবিতে। অর্থাৎ ‘বল্লভপুরের রূপকথা’ থেকে আরও একজনকে আমরা দেখতে পাবো ‘বুমেরাং’ ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। এই ছবিতে অম্বরীশ ভট্টাচার্যও একটি দুর্দান্ত চরিত্র করেছেন। সব মিলিয়ে দর্শকরা একটা সুন্দর, হাসি-মজা, প্রেম এমন আরও অনেক মন ভালো করা উপাদানে পরিপূর্ণ পরিচ্ছন্ন একটি সিনেমা দেখতে পাবেন।

জিতজ ফিল্ম ওয়ার্কস-এর অন্যতম প্রযোজক গোপাল মাদনানি।

● সময় আপডেটস: ছবির গান সম্বন্ধে যদি কিছু বলেন?
●● সৌভিক: ছবির মিউজিক নিয়ে এখনও কিছু বলার সময় আসেনি। আমরা এখনও ওটা নিয়ে কাজ করছি, দেখা যাক কী হয়।

● সময় আপডেটস: ‘চেঙ্গিস’-এর পর বাংলা ছবি হিন্দিতে রিলিজ করছে। ‘বুমেরাং’ কি দ্বিভাষিক হবে?

●● সৌভিক: এই বিষয়টি নিয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। পুরো বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে। তবে ছবিটি দ্বিভাষিকও হতে পারে।

● সময় আপডেটস: এই ছবির মূল দর্শক করা?

●● সৌভিক: আট থেকে আশি সবারই ভালো লাগবে ছবিটি। ছবিতে প্রচুর উপাদান রয়েছে যেগুলো দেখে ছোটরা খুব মজা পাবে। নানান ঘটনা রয়েছে ছবিতে। এককথায় পরিবারের সবার জন্যই এই ছবি।
আরও পড়ুন:

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৫: হিচককের লন্ডন, হিচককের সিরিয়াল কিলার

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৭: মদ না খেলে ফ্যাটি লিভার হয় না?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

● সময় আপডেটস: ‘বুমেরাং’ কবে নাগাদ রিলিজ করবে? পুজো না কি বড়দিনে?
●● সৌভিক: না, পুজো তো বড্ড তাড়াতাড়ি হয়ে গেল, বড়দিনও নয়। তবে পরিকল্পনা রয়েছে সামনের বছরের শুরুর দিকে ছবিটি রিলিজ করার।

● সময় আপডেটস: ‘বুমেরাং’-এর পর আমরা আবার কী দেখতে পাবো?
●● সৌভিক: ‘বুমেরাং’-এর পরে সম্ভবত আমি কোনও ‘হরর কমেডি’ ছবি করতে পারি।

গল্প লিখেছেন সাহিত্যিক ও নাট্যকার জিৎ সত্রাগ্নি।

● সময় আপডেটস: পরিচালক হওয়ার আগে আপনি একজন চিত্র সম্পাদক ছিলেন। সম্পাদক হিসেবে আপনি ছবি তৈরির সময় বাড়তি কী সুবিধা পান?
●● সৌভিক: কিছুটা তো সুবিধা হয়ই, যেহেতু আমি দীর্ঘদিন সম্পাদনা করেছি। আমার এটা স্ক্রিপ্ট লেখার সময় থেকেই শুরু হয়ে যায়। আমি ছবিটা দেখতে পাই, কোন শটের পরে কি রিঅ্যাকশন হওয়া উচিত। এতে আমার শট ডিভিশনে খুব সুবিধা হয়। দীর্ঘদিনের সম্পাদনার অভিজ্ঞতার থাকায় আমি যখন ‘শট ডিজাইনিং’ এবং ‘স্টোরি-বোর্ড’ তৈরি করি, তখন আমার কাছে ব্যাপারটা একটু সহজ হয়।

● সময় আপডেটস: আপনাকে ‘বুমেরাং’-এর জন্য অনেক শুভেচ্ছা।
●● সৌভিক: সময় আপডেটস’কেও অনেক ধন্যবাদ।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content