রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘জব উই মেট’ ছবির একটি দৃশ্যে করিনা-শাহিদ। ছবি: সংগৃহীত।

‘জব উই মেট’ মুক্তি পেয়েছিল ১৬ বছর আগে। ছবিটি পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি। ছবিতে শাহিদ এবং করিনার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ছবিটি ‘ব্লকবাস্টার’-এর তকমাও পেয়েছিল। একাধিক বার ছবির সিক্যুয়েল নিয়ে গুজব ছড়িয়েছে। তবে এ বার স্বয়ং পরিচালকের কাছেই প্রশ্ন রাখা হয়েছিল। ইমতিয়াজ তার উত্তরও দিয়েছেন।
সম্প্রতি ইমতিয়াজ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে পরিচালককে ‘জব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হয়। ইমতিয়াজ জানান, ‘জব উই মেট’-এর সিক্যুয়েলের খবর তাঁর জানা। এমনকি ছবির নির্মাতারা নাকি গল্পও চূড়ান্ত করে ফেলেছেন। পরিচালকের কথায়, ‘‘যদি খবরতই সত্যিও হয় তাহলেও আমি অনন্ত ছবিটা করছি না বলেই জানি। এই ছবি নিয়ে আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।’’
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৫: সারদা মায়ের রোগ নিরাময়

উত্তম কথাচিত্র, পর্ব-৫০: স্বপ্নের ‘যাত্রা হলো শুরু’

ইমতিয়াজ জানান, ছবিটির এই জনপ্রিয়তার জন্য তিনি দর্শককের কাছে কৃতজ্ঞ। তবে তিনি এও জানিয়ে দেন, ‘‘‘জব উই মেট’ তাঁদের ভালো লেগেছে বলেই যে তার সিক্যুয়েল করতে হবে এ রকম কোনও কারণ থাকতে পারে না।’’ তাঁর মত, অসাধারণ কিছু গল্প না থাকলে এই ছবিটাকে না ঘাঁটানোই ভালো।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪: সুন্দরবনের মৎস্যদেবতা মাকাল

ঋতু পরিবর্তনের অসুস্থতায় হাতের কাছে কী কী হোমিওপ্যাথি ওষুধ রাখবেন? রইল ডাক্তারবাবুর পরামর্শ

ইমতিয়াজ পরিচালিত শেষ ছবি ছিল ‘লভ আজ কাল ২’। এতে কার্তিক আরিয়ান এবং সারা আলি খান ছিলেন। তবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এখন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমর সিংহ চমকিলার বায়োপিক নিয়ে কাজ করছেন। সবে শুটিং শেষ করেছেন। দিলজিৎ দোসাঞ্জ নাম ভূমিকায় অভিনয় করেছেন। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে।

Skip to content