শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অবশেষে মুক্তি পেল মন্দীপ সাহা পরিচালিত ছবি ‘ইস্কাবন’। ছবির প্রচারে শহর জুড়ে পোস্টার। আর তাতেই নতুন চমক। রক্ত দিয়ে লেখা হয়েছে পোস্টার। জঙ্গলমহলের মাওবাদীদের জীবনকে কেন্দ্র করেই তৈরি ‘ইস্কাবন’। পরিচালক মন্দীপ সাহার কথায়, জঙ্গলমহলের মানুষদের জীবনযুদ্ধের কাহিনীই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর জঙ্গলমহলের মানুষরাও চেয়েছিলেন ‘ইস্কাবন’ ছবির পোস্টার এই ভাবেই হোক। তবে কারও কোন ক্ষতি করে কিছু করা হয়নি। ‘ইস্কাবন’ ছবির কাহিনী রাধামাধব মণ্ডলের। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনামিকা চক্রবর্তী, সঞ্জু, বুদ্ধদেব ভট্টাচার্য, সৌরভ দাস, দুলাল লাহিড়ী, পুষ্পিতা মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবিটিতে কয়েকজন আদিবাসীও অভিনয় করেছেন।
উল্লেখ্য, আদিবাসীরা এই ছবিতে অভিনয় করলেও সেটি তাঁদের দেখার কোনও সুযোগ ছিল না। তাই শান্তিনিকেতন থেকে একদল আদিবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি দেখার সুযোগ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

Skip to content