শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রাত ১২ টায় বিশেষ শুভেচ্ছা। কেক কেটে ছবি ভাগ করে নিয়েছিলেন শ্বেতা। তবে কি এটা প্রেমের ইঙ্গিত? রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার দুই পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-তে এই শিল্পীর অভিনয় দেখেছেন দর্শক। গুঞ্জন, রিল লাইফ পেরিয়ে রিয়েল লাইফেও নাকি প্রেম করছেন শ্বেতা রুবেল। নেট মাধ্যমে এই নিয়ে চলছে জোর জল্পনা। সত্যিই কি তাই?
অবশেষে সবার জল্পনায় জল ঢেলে মুখ খুললেন রুবেল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তাঁর কথায়, ‘কাজ শেষ হওয়ার পর সাধারণত সহ-অভিনেতাদের সঙ্গে যোগাযোগ থাকে না। কিন্তু শ্বেতার ক্ষেত্রে তা ঘটেনি। আমরা খুব কাছের বন্ধু। আমার জন্মদিনটা বিশেষ করে তোলার জন্য ও উদ্যোগ নিয়েছিল। এটা কখনও প্রেমের ইঙ্গিত নয়। আমরা যখন একসঙ্গে ধারাবাহিক করতাম তখন থেকে এমনটা রটেছে।’ রুবেলের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক না থাকলেও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অটুট।
আরও পড়ুন:

পড়ে থাকা সরকারি বাস বেসরকারি উদ্যোগে পথে নামানোর পরিকল্পনা নবান্নের, শর্ত নিয়ে চলছে আলোচনা

ত্বকের পরিচর্যায়: টানটান ত্বক চাই? বয়স ধরে রাখতে মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

তবে শ্বেতার কাছে এ ধরনের রটনা নতুন নয়। রুবেলের সঙ্গে তো তাঁর প্রথম কাজ। এর আগে শুভঙ্করের সঙ্গে পরপর দুটি সিরিয়ালে জুটি বেঁধেছিলেন তিনি। তখনও একই রকম গুজব ছড়িয়েছিল। তবে এ ধরনের গুজবে পাত্তা দিতে রাজি নন শ্বেতা। শোনা যাচ্ছে পুজোর পর জি বাংলায় নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা রুবেল দাসকে। অন্যদিকে শ্বেতা এখন বড় পর্দার কাজ নিয়ে ব্যাস্ত। কিছু দিনের মধ্যেই মিঠুন চক্রবর্তী, দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবির হাত ধরে দর্শকের সামনে আসতে চলেছেন শ্বেতা।

Skip to content