বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


রানি মুখোপাধ্যায়

বলিউডে একের পর এক গুঞ্জন। শোনা যাচ্ছে, করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে মাতৃত্বের প্রতিযোগিতায় নাকি সমানে সমানে পাল্লা দিচ্ছেন রানি মুখোপাধ্যায়ও! সম্প্রতি, হঠাৎ আদিত্য চোপড়ার সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে সবুজ রঙের সালোয়ার, সারারা পরে তার সঙ্গে মানানসই গোলাপি ওড়না নিয়ে মুখে মাস্ক ও খোলা চুলে তিনি গিয়েছিলেন। সেখানেই নাকি ওড়না দিয়ে আড়াল করা নায়িকার স্ফীতোদর ধরা পড়েছে! আর তাই দেখেই গুঞ্জন দ্বিগুণ!
ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনার পরে রানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই মায়ানগরীতে আনন্দের বন্যা। এর আগেই রানি একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর বড় পরিবার পছন্দ। যদিও আদিরাকে পৃথিবীতে আনতে অনেক বেশি দেরি করে ফেলেছেন তিনি!
নায়িকার দ্বিতীয় বার সন্তানধারণের খবরটি নিয়ে যদিও ধন্দে বলিউড। সিনে দুনিয়ার একাংশের ধারণা, তাঁর নতুন ছবি নিখিল আডবানী প্রযোজিত ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে’ ছবি এখন মুক্তির পথে। হয়তো বা সেই ছবির সাফল্যের জন্যই সিদ্ধি বিনায়কের আশীর্বাদ চাইতে গিয়েছিলেন শ্রীমতি চোপড়া!

Skip to content