রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে হৃতিক রোশনকে বেশ হাসিখুশিই দেখা গিয়েছে। সম্প্রতি প্রেমিকা সাবা আজাদ এবং দুই ছেলেকে নিয়ে ইউরোপ ভ্রমণ সেরে এলেন। কিন্তু এ সবের মাঝে হৃত্বিককে আচমকা এক চিকিৎসা কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে। আলোকচিত্রীদের ক্যামেরায় তাঁর ছবি লেন্সবন্দি হয়েছে বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে।
হৃতিক রোশন স্বাস্থ্য সচেতন। শরীরচর্চা এবং ডায়েট— দুই-ই কঠোর ভাবে মেনে চলেন। এর মাঝে শোনা যাচ্ছে, হৃতিক এক জটিল রোগে আক্রান্ত। সূত্রের খবর, তিনি রক্ত জনিত শারীরিক সমস্যায় ভুগছেন। সে কারণেই তাঁকে বারবার চিকিৎসাকেন্দ্রে যেতে হচ্ছে।
আরও পড়ুন:

ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করে কলেজে আসতে হবে না, ছাত্রীদের জন্য বাড়তি ছুটি ঘোষণা কেরলের বিশ্ববিদ্যালয়ের

বিচিত্রের বৈচিত্র্য: নাম রেখেছি বনলতা…/১

তবে হৃতিক রোশনের অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত রোশন পরিবার থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। অভিনেতার এই রক্তের ভারসাম্যের সমস্যা বহু দিনের। হৃতিক ‘ব্যাং ব্যাং’ ছবির শ্যুটিং চলাকালীন এক বার মাথায় চোট পেয়েছিলেন। তাতে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সে সময় পরিস্থিতি খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শেষমেশ তাঁর অস্ত্রোপচার করতে হয়।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-২: প্রসঙ্গ ছত্তিসগড়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

শারীরিক পরিবর্তনের কারণে হৃতিক ‘ওয়ার’ ছবির সময়ও তেমন প্রস্তুত ছিলেন না। এ নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘তখন আমার মনে হচ্ছিল এই ছবির সময়ই হয়তো মারা যাব।’’
উল্লেখ্য, ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ফাইটার’ হৃতিক একজন পাইলট। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

Skip to content