শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সৃজিত মুখোপাধ্যায় ও জীতু কমল।

আবার সত্যজিৎ রায়ের চরিত্রে জীতু কমলকে দেখা যাবে। টলিপাড়ার গুঞ্জন পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ তৈরি করছেন। অভিনেতা চঞ্চল চৌধুরীকে এই ছবির নামভূমিকায় দেখা যাবে। আর সত্যজিতের ভূমিকায় জিতু কমলের কথা ভেবেছেন সৃজিত।
জিতুকে সত্যিই ফের সত্যজিতের ভূমিকায় দেখা যাবে? জীতুর কথায়, “এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। কারণ আমার অন্য ছবির জন্য সব তারিখ ব্লক করা। তাই এখনই নিশ্চিত বলতে পারছি না। এই মুহূর্তে ‘মানুষ’ ছবির শুটিং চলছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে আমার অতিথিশিল্পী হিসাবে অভিনয়ের কথা। যদিও আমার এখনও লুক সেট হয়নি। ‘তিতুমীর’ ছবির কাজ শেষ হলে শুরু হবে ‘অরণ্যের দিনরাত্রি’র কাজ। এ সবের মাঝে যদি এটা হয়, দেখা যাক।”
আরও পড়ুন:

দেড় কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না গ্রাহকে, ঋণ আদায়ে দোকানের সামনে ধরনায় ব্যাংক ম্যানেজার

ষাটের পর হাঁটুর ব্যথায় কাবু, শরীরচর্চা করতে পারছেন না? ওজন নিয়ন্ত্রণে কী কী খাবেন?

ছবির শুটিং শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। মনামী ঘোষকে দেখা যাবে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে। সম্রাট চক্রবর্তীকে দেখা যাবে পরিচালকের ছেলে কুণাল সেনের ভূমিকায়।

Skip to content