শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শাহরুখ খান ও রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ ছবি নিয়ে বলিপাড়ায় জল্পনা-কল্পনার অন্ত নেই। বক্স অফিসে ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির সাফল্যের পরে ‘ডন ৩’ ছবি নিয়ে নির্মাতারা ভাবনাচিন্তা শুরু করেন। ‘ডন ৩’ ছবিতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। যদিও পরে জানা যায়, কিং খান এই ছবিতে অভিনয় করতে রাজি হননি। স্বাভাবিক ভাবে বাদশা নাকচ করে দেওয়ার পরে শুরু হয় বিকল্প মুখ খোঁজার কাজ।
এমন একজন বিকল্প মুখের খোঁজ শুরু হয়, যিনি শাহরুখের জুতোয় পা গলাতে সক্ষম। এ ক্ষেত্রে ফারহান আখতার কোন অভিনেতার উপর ভরসা রাখবেন, এত দিন ইন্ডাস্ট্রির অন্দরে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। শেষমেশ উত্তর মিলেছে। তবে এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ‘ডন ৩’ ছবিতে মুখ্য চরিত্রে যে রণবীর সিংহকে দেখতে পাওয়া যাবে, তা একপ্রকার নিশ্চিত। ডনকে তো খুঁজে পাওয়া গেল, কিন্তু তাঁর নায়িকা হবেন কে?
আরও পড়ুন:

শাবানাকে চুম্বন স্বামী ধর্মেন্দ্রর! অভিমানেই কি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ দেখেননি হেমা?

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে রোমা-র চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। ‘ডন’ ছবিতে শাহরুখ ও প্রিয়ঙ্কা প্রথম বার একসঙ্গে কাজ করেন। ২০১১ সালে ‘ডন ২’ ছবিতেও শাহরুখ ও প্রিয়ঙ্কা ছিলেন। যদিও ‘ডন ৩’-এর জন্য শাহরুখের ব্যাটন যাচ্ছে রণবীর সিংহের হাতে। তাহলে নতুন রোমা হচ্ছেন কে? বলিপাড়ায় খবর, রোমার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী কিয়ারা আডবাণীকে। তাঁর নাম নাকি চূড়ান্ত করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

রোজ কেন খাদ্যতালিকায় মেথি রাখবেন? জানুন এর উপকারিতা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

ফারহান আখতার মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় ‘নতুন যুগের সূচনা’-র বিষয়ক একটি পোস্ট করেন। ফারহানের সেই পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যায়, অমিতাভ ও শাহরুখের পর দর্শক নতুন এক ‘ডন’কে পেতে চলেছেন। যদিও অনুরাগীরা ‘ডন’ হিসাবে বাদশার পরিবর্তে অন্য কাউকে দেখতে রাজি নন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ‘নো এসআরকে নো ডন’ হ্যাশট্যাগের ঝড় তুলেছেন অনুরাগীরা।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content