সুরের জাদুকর কেকে।
‘হম, রহে ইয়া না রহে কাল..’ এই গানের কলিকে সত্যি করে দিয়ে তাঁর অত্যন্ত পছন্দের শহর কলকাতাতেই গান গাইতে গাইতে আচমকা না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন গায়ক কেকে। অকস্মাৎ তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর অনুরাগী-শ্রোতারা! তাই শিল্পী ‘জীবন্ত’ হয়ে থাকুন আজীবন তাঁর সকল শ্রোতাদের মাঝে, কৃষ্ণকুমার কুন্নাথের পরিবারেরও এই ইচ্ছেকে শ্রদ্ধা জানিয়ে আবারও কলকাতায় তাঁর গানেই দুলে উঠবেন অনুরাগী-শ্রোতারা!
সদ্যপ্রয়াত বলিউড গায়ক কেকে-র নেট প্রোফাইল সেজে উঠেছে নানা নতুন ছবিতে। পরিবারের তরফ থেকে তার সঙ্গে রয়েছে দীর্ঘ বার্তাও। এই বার্তাতে কেকে-র স্ত্রী জ্যোতি ও ছেলে নকুলের অনুরোধ, জীবন সম্পর্কে কেকে-র উপলব্ধি, তাঁর জীবনবোধ, গানের প্রতি তাঁর ভালোবাসা আর মানুষের প্রতি বিশ্বাসের কথা ব্যক্ত হয়েছে। শুক্রবার সেই ইচ্ছে জ্যোতি এবং নকুল অগণিত অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সদ্যপ্রয়াত বলিউড গায়ক কেকে-র নেট প্রোফাইল সেজে উঠেছে নানা নতুন ছবিতে। পরিবারের তরফ থেকে তার সঙ্গে রয়েছে দীর্ঘ বার্তাও। এই বার্তাতে কেকে-র স্ত্রী জ্যোতি ও ছেলে নকুলের অনুরোধ, জীবন সম্পর্কে কেকে-র উপলব্ধি, তাঁর জীবনবোধ, গানের প্রতি তাঁর ভালোবাসা আর মানুষের প্রতি বিশ্বাসের কথা ব্যক্ত হয়েছে। শুক্রবার সেই ইচ্ছে জ্যোতি এবং নকুল অগণিত অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন।
জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে দুটো দিনে কেকে-র গান প্রতিযোগীরা তো গাইবেনই। সেই সঙ্গে বিচারকরা প্রত্যেকেই নিজেদের পছন্দ মতো গানের দু’ এক পংক্তি করে গাইবেন— জানান শো-এর অন্যতম বিচারক রাঘব চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে শো-এর প্রচার ঝলক। প্রতিযোগীদের গানের পরেই সুরকার শান্তনু মৈত্রকে বন্ধুর সম্বন্ধে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে। গানে-গল্পে রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রথীজিৎ ভট্টাচার্য কেকে-কে নিয়ে তাঁদের মনে থাকা নানা অনুভূতির কথা তুলে ধরবেন।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে শো-এর প্রচার ঝলক। প্রতিযোগীদের গানের পরেই সুরকার শান্তনু মৈত্রকে বন্ধুর সম্বন্ধে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে। গানে-গল্পে রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রথীজিৎ ভট্টাচার্য কেকে-কে নিয়ে তাঁদের মনে থাকা নানা অনুভূতির কথা তুলে ধরবেন।