আন্তর্জাতিক প্রকল্পে থাকছেন না সামান্থা।
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অসুস্থতার জন্য ইতিমধ্যেই একাধিক কাজের চুক্তি ভেঙেছেন। তবে তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তে অবাক হয়েছে সবাই। কারণ। শোনা যাচ্ছে, সামান্থা নাকি ‘সিটাডেল’ সিরিজেও কাজ করবেন না। প্রায় মাস তিনেক হল প্রকাশ্যে আসছেন না নায়িকা। এমনকি, অভিনেত্রীর দফতর থেকেও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এ দিকে অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এর নির্মাতা অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন ভারতেও এ বার তৈরি হবে ‘সিটাডেল’। অভিনেতা বরুণ ধাওয়ান নায়ক হবেন, নায়িকা হিসাবে থাকবেন সামান্থা। প্রযোজনায় থাকবেন রাজ এবং ডিকে। রাজ এবং ডিকে ‘ফ্যামিলি ম্যান’ও প্রযোজনা করেছেন। তাঁরা জানিয়েছিলেন, বরুণ, সামান্থার সঙ্গে কাজ করার জন্য তাঁরা অপেক্ষায় রয়েছেন। চলতি বছরে অ্যামাজন প্রাইমে সিরিজটি আসতে চলেছে। শুটিং শুরু জানুয়ারি থেকে।
আরও পড়ুন:
কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তে কোনও ভুল ছিল না! সোমবার রায় ঘোষণার সময় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
শীতের মরসুমে নদীর তীরে চড়ুইভাতির পরিকল্পনা? শহরের কাছেপিঠে হাওড়াতেই আছে মনের মতো পিকনিক স্পট
এদিকে আবার আচমকা শোনা গেল, আন্তর্জাতিক স্তরের এই কাজে সামান্থা থাকছেন না। তবে এতে নাম আছে প্রিয়ঙ্কা চোপড়া, স্ট্যানলি টুক্কি এবং রিচার্ড মাড্ডেনের। এঁদেরই মূল চরিত্রে দেখা যাবে।
তাহলে কি সামান্থা রুথ প্রভু খুবই অসুস্থ হয়ে পড়েছেন? তাই কি তিনি আচমকা নাম সরিয়ে নিলেন? জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে বিষয়টি নিয়ে নায়িকার দলের পক্ষ থেকে কেউ কোনও বিবৃতি দেননি।
তাহলে কি সামান্থা রুথ প্রভু খুবই অসুস্থ হয়ে পড়েছেন? তাই কি তিনি আচমকা নাম সরিয়ে নিলেন? জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে বিষয়টি নিয়ে নায়িকার দলের পক্ষ থেকে কেউ কোনও বিবৃতি দেননি।
আরও পড়ুন:
এই ৪৯টি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, দেখে নিন তালিকায় আপনার স্মার্টফোনটি রয়েছে কিনা?
উত্তম কথাচিত্র, পর্ব-১৮: দেখা-অদেখা চেনা-অচেনায় ‘মরণের পরে’
অসুস্থতার জন্য সামান্থা বলিউডে একাধিক ছবির কাজ ছাড়তে চলেছেন বলে শোনা গিয়েছিল। যদিও নায়িকার মুখপাত্র জানিয়েছিলেন, ‘‘এখন কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী।’’ তিনি এ-ও বলেন, সামান্থা ‘সিটাডেল’ সিরিজের কাজ ঠিক সময়ে শেষ করবেন।
যদিও সেই হিসেব মেলেনি। কোনও কারণে এই প্রকল্পের কাজ ছ’মাস পিছিয়ে যায়। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রোম্যান্টিক তেলুগু ছবির ‘ও ওয়ান্টাওয়া’ গার্লের শুটিংও তাড়াতাড়ি শেষ করবেন বলে সামান্থা জানিয়েছিলেন। কিন্তু সামান্থাকে তাঁর শরীর সঙ্গ দিচ্ছে না।
যদিও সেই হিসেব মেলেনি। কোনও কারণে এই প্রকল্পের কাজ ছ’মাস পিছিয়ে যায়। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রোম্যান্টিক তেলুগু ছবির ‘ও ওয়ান্টাওয়া’ গার্লের শুটিংও তাড়াতাড়ি শেষ করবেন বলে সামান্থা জানিয়েছিলেন। কিন্তু সামান্থাকে তাঁর শরীর সঙ্গ দিচ্ছে না।