মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ফের ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাসকে। ‘ত্রিনয়নী’র পর এবার ‘রাঙাবউ’ সিরিয়ালে জুটি বেঁধেছেন বাংলা টেলিভিশনের এই দুই তারকা। ২০১৯ সালে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘ত্রিনয়নী’। প্রথম এপিসোড থেকেই নজর কেড়েছিল এই শো। বিশেষ করে অভিনেত্রী শ্রুতি ও গৌরবের অভিনয়। দৃপ্ত ও নয়নচরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন তাঁরা।
২০২০ সালের ২৬ জুলাই সম্প্রচারিত হয়েছিল স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ধারাবাহিকের শেষ এপিসোড। তারপর ‘পিলু’ ধারাবাহিকে আহির হিসেবে নজর কেড়েছেন গৌরব। শ্রুতিকে নানা ভাবে সমাজ মাধ্যমে দেখা গিয়েছে। কালীপুজোর সময় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের রূপে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন শ্রুতি।
আরও পড়ুন:

দিনদিন আপনার ত্বক যে আর্দ্রতা হারাচ্ছে বুঝবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

ডায়াবেটিস থাকবে দূরে, জেনে নিন কোন ফল কতটা পরিমাণে খাবেন, আর কোনটা খেতে হবে সাবধানে, দেখুন ভিডিয়ো

এবার স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনাতেই ছোটপর্দায় আবার ফিরছেন জনপ্রিয় এই জুটি। বুধবার প্রকাশ্যে ঝলকে গ্রামের মেয়ে হিসেবেই শ্রুতিকে দেখা গিয়েছে। পাখি নামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।

Skip to content