বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


গোদার।

চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন ফরাসি-সুইস পরিচালক জঁ লুক গোদার না ফেরার দেশে। আধুনিক চলচ্চিত্রকার হিসেবে ‘ব্রেথলেস’, ‘কন্টেম্পট’– এর মতো নিরীক্ষামূলক ছবিতে ফ্রান্সে ‘নিউ ওয়েভ’ বা নব্য ধারার ছবির প্রথম জন্ম দিয়েছিলেন তিনি। মঙ্গলবার গোদারের পরিবার সূত্রে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বার্ধক্যজনিত নানা ব্যাধিতে জর্জরিত হয়ে পড়েছিলেন পরিচালক। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আরও পড়ুন:

কেউ ঠান্ডায় জব্দ, কেউ গরমে, কোন ব্যথায় কোন ধরনের সেঁক কাজে লাগে?

বলিউডে সপ্তম, ‘ব্রহ্মাস্ত্র’-র ঝুলিতে তিন দিনে ১০০ কোটি! এক থেকে ছয়ে কোন কোন ছবি রয়েছে?

গোদার বিশ্বের সবচেয়ে প্রশংসিত পরিচালকদের মধ্যে এক জন। ষাটের দশক থেকে ছবি নিয়ে তিনি নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান। তাঁর এই নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা বহু পরিচালককে দিশা দেখিয়েছে। এককথায় বলা যায়, চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হয়েছিল গোদারের হাত ধরে। তাঁর বানানো একের পর এক ছবি ফরাসি চলচ্চিত্রের অচলায়তন ভেঙে নতুনের দিশা দেখায়। ‘জাম্প কাট’ সৃষ্টির জন্য তো সিনেমাজগত তাঁর কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে।

Skip to content