অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।
বলিউডে তিনি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী হিসাবেই বেশি পরিচিত। পেশায় শিল্পপতি। পর্নোগ্রাফি মামলায় বছর দুয়েক আগে নাম জড়ায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ সময় হাজতবাসের পরে তিনি জামিন পান।
এ বার পুরো বিষয়টি তিনি সিনেমার পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে তৈরি হতে চলেছে রাজ কুন্দ্রার জীবনীচিত্র। এতে থাকতে রাজের জীবনের ওই কঠিন অধ্যায়। বলিউড সুত্রে খবর, জীবনীচিত্রে নিজের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। বলিউডে এই ছবির মাধ্যমে শিল্পার স্বামী অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুন:
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩: আত্মারামে কুটো বাঁধা আছে
রিভিউ: ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’—মনোজ বাজপেয়ী একাই একশো
২০২১ সালে রাজ কুন্দ্রার নাম জড়ায় পর্নোগ্রাফি মামলায়। মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন থাকার পরে তিনি ছাড়া পান। জীবনীচিত্রে জেলে থাকা ওই দিনগুলি বেশি প্রাধান্য পাবে বলে জানা গিয়েছে। তবে জীবনীচিত্রটি কে পরিচালনা করছেন, তা অবশ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকে মন দেবেন রাজ।
আরও পড়ুন:
লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৭: গোদারের ব্রেথলেস ও প্যারিসের শঁসেলিজে
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৯: ডায়াবেটিসে কি আলু একদম বন্ধ?
খবর, আপাতত সঠিক ভাবে চিত্রনাট্য লেখার উপরেই তিনি বেশি জোর দিচ্ছেন রাজ। শিল্পার স্বামীর জেলে যাওয়া থেকে শুরু করে জামিন পাওয়া পর্যন্ত সবই এই বায়োপিকে তুলে ধরতে চান রাজ। শোনা যাচ্ছে, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই ছবির শুটিং শুরু হবে।