শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বলিপাড়ায় জোর গুঞ্জন। ফের বড়পর্দায় জুটি বাঁধছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান! তাও আবার ‘ডন থ্রি’-তে! এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ছবিতে শাহরুখ ও অমিতাভের পাশাপাশি দেখা যাবে রণবীর সিং-কেও। তাঁকে নাকি ফারহান আখতারের ডন থ্রি-তে ক্যামিও চরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে দেখা যেতে পারে।
ফারহান ঘনিষ্ঠর কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে। ফারহান, দুই প্রজন্মের দুই ‘ডন’কে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন এই ছবির মধ্যে দিয়ে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শাহরুখের পরে রণবীর সিংকেই ‘ডনে’র দায়িত্ব দিতে চলেছেন ফারহান। ফারহান অবশ্য এখনও ছবির স্ক্রিপ্ট নিয়ে মুখ খোলেননি। শুধু এটুকুই জানিয়েছেন যে, স্ট্রং স্টারকাস্ট নিয়েই দর্শকের দরবারে আসবে ‘ডন থ্রি’।
আরও পড়ুন:

ঘর সাজাবেন কোন কোন গাছ দিয়ে? এগুলি রাখতে পারেন

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩০: ডাঙার প্রাণীরা পর নির্ভরশীল হলেও সামুদ্রিক প্রাণীরা কিন্তু স্বনির্ভর

শাহরুখ খানের ঝুলিতে এখন উপচে পড়ছে কাজ। শীঘ্রই ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাঙ্কি’-তে দেখা যাবে অভিনেতাকে। যে হেতু সেগুলোর শ্যুটিংয়ের কাজ প্রায় শেষ, আবার নতুন চিত্রনাট্য বাছা শুরু করেছেন তিনি, এমনটাই খবর। অন্যদিকে রণবীর সিং সবে শেষ করেছেন ‘রানি রকি কি প্রেম কাহিনি’র শ্যুটিং। এই ছবির কাজ শুরু হবে কবে থেকে, তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি একাধিক বৈঠকে বসছেন রণবীর, শাহরুখ, অমিতাভ। ছবি নিয়ে চলছে আলোচনা।

Skip to content