রবিবার ১০ নভেম্বর, ২০২৪


‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর এবং সাই পল্লবী। ছবি: সংগৃহীত।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবি নিয়ে এই মুহূর্তে জোরদার চর্চা চলছে। কারণ, তাঁর পরবর্তী ছবি ‘রামায়ণ’ নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সমাজমাধ্যমে ফাঁস হওয়া ভিডিয়ো থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘রামায়ণ ছবির শুটিং শুরু হয়েছে। এ বার ছবির সঙ্গীত পরিচালনা নিয়ে তথ্য প্রকাশ্যে এসেছে।
খবর, ‘রামায়ণ’ ছবির নির্মাতারা দু’জন সঙ্গীত পরিচালককে জুটি বেঁধে কাজের প্রস্তাব দিয়েছেন। সূত্রের দাবি অনুযায়ী, এ দেশে থেকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন এ আর রহমান। দ্বিতীয় জন হলেন আরেক অস্কার জয়ী সুরকার হান্স জিমার। অস্কার জয়ী এ আর রহমানের পরিচয় সবার জানা। অন্যদিকে জার্মান সুরকার হান্স ‘দ্য ডার্ক নাইট’-সহ ‘দ্য লায়ন কিং’, ‘ম্যান অফ স্টিল’-এর মতো সাড়াজাগানো ছবির আবহসঙ্গীত পরিচালনা করেছেন। হান্স ২০২২ সালে ‘ডিউন’ ছবির জন্য সেরা মৌলিক আবহসঙ্গীতের অস্কার জিতে নিয়েছিলেন।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: খাদ্যতালিকায় তেঁতুল নেই! এ সব জানলে এমন ভুল আর নয়

উত্তম কথাচিত্র, পর্ব-৬২: ধনময়ী জ্ঞানময়ী-র পাশে ‘মানময়ী গার্লস স্কুল’

হান্স জিমা একাধিক ইন্ডাস্ট্রির ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। তবে ভারতীয় ছবিতে এই প্রথম তাঁর কাজ দেখা যেতে পারে। খবর সত্য হলে, ‘রামায়ণ’-এর মাধ্যমেই হান্সের ভারতীয় ছবিতে অভিষেক ঘটতে চলেছে। সূত্রের দাবি, নির্মাতারা কোনও খামতি রাখতে চাইছেন না। রহমান ও হান্স জুটি যে ‘রামায়ণ’ ছবিতে সাড়া ফলতে চলেছেন, তা নিয়ে আশাবাদী তাঁদের অনুরাগীরা।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৮: মোহিতকুমারী এক মহিলা আত্মজীবনীকার

মহাকাব্যের কথকতা, পর্ব-৫৭: সাধারণের প্রতি পাণ্ডবদের কৃতজ্ঞতার প্রকাশ কোন মহাভারতীয় শিক্ষা?

এ আর রহমান ও হান্স জিমার। ছবি: সংগৃহীত।

বিগ বাজেটের ‘রামায়ণ’ ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। রাবণের চরিত্রে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ থাকছেন। হনুমানের চরিত্রে সানি দেওলকে দেখা যেতে পারে। যদিও ছবির নির্মাতারা এখনও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

Skip to content