শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


কেরিয়ারের খারাপ সময়ে কানাডায় পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বলিউডের ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার তাঁর নাগরিকত্ব বদলে ফেলার নিয়ে একাধিক বার সেই কথা বলেছেন। এর পর আবার তিনি ভারতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। তাহলে কি অবশেষে তাঁর জীবনে সাফল্যের দিন ফিরে এসেছে?
ইদানীং অক্ষয়ের বেশ কয়েকটি ছবি তেমন দর্শকমনে ছাপ ফেলতে পারেনি। তিনি এখন তাঁর নতুন ছবি ‘সেলফি’-র প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি তিনি একটি প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে চ্যাট শো ‘সিধি বাত’-এ সঞ্চালকের প্রশ্নের জবাবে স্বীকার করলেন, মায়ের মৃত্যুর পর থেকে তাঁর খারাপ সময় কাটছে।
আরও পড়ুন:

প্রতিদিন আপেল খাচ্ছেন? এতে নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?

ত্বকের পরিচর্যায়: অবাঞ্ছিত চুল নিয়ে বিব্রত? সমস্যার সমধানে এই বিষয়গুলি মেনে চলছেন তো?

২০২১ সালের ৮ সেপ্টেম্বর অক্ষয়ের মা অরুণা ভাটিয়া প্রয়াত হন। মায়ের কথা বলতে গিয়ে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। ‘সিধি বাত’-এর সঞ্চালক অক্ষয়কে বলেন, “আজ আপনার কাছে সব কিছুই রয়েছে, কিন্তু মা নেই।” এ নিয়ে অক্ষয় চোখের জল সামলে বলেন, “মুভ অন।” তবু সঞ্চালক তাঁর কাছ থেকে জানতে চান, মা বেঁচে থাকলে এই সময়ে কী বলতেন অভিনেতাকে? উত্তরে খিলাড়ি বলেন, “মায়ের একটা প্রিয় লাইন ছিল। তিনি সব সময় বলতেন, চিন্তা করো না। সর্বদা ঈশ্বর তোমার সঙ্গে আছেন।”
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩৬: রামের সন্ধানে ভরতের যাত্রা সফল হল কি?

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩০: গিরিশ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, “আমার মনের বাঁক যাবে তো?” ঠাকুর বললেন, “যাবে, ঠিক যাবে”

অক্ষয়ের পুত্র আরভ কি অভিনয়কে জগতে আসবে? অক্ষয় বলেন, “আরভ এই পেশায় নিয়ে খুব একটা আগ্রহী নয়। আমি চাই, ও আনন্দে থাকুক, সুখী হোক।”

গত ২৪ ফেব্রুয়ারি অক্ষয়ের ছবি ‘সেলফি’ মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন অভিনেতা ইমরান হাশমি। ‘সেলফি’ ছবিটি পরিচালনা করেছেন রাজ মেহতা।

Skip to content