শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


দুর্নিবার ও মীনাক্ষি

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে গায়ক দুর্নিবার-মীনাক্ষির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন। কিন্তু এমন কী হল যে বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর? ঘনিষ্ঠ মহলের একাংশের মতে, নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার, তার জেরেই এমন পরিস্থিতি। কাজের সূত্রে আলাপ হয়েছিল দু’জনের। ২০১৭-তে আইনি মতে বিয়ে হলেও ২০২১ সালে তাঁরা সামাজিক বিয়ে করেন তাঁরা। দুর্নিবার গানের জগতে এখন পরিচিতি নাম। তাঁর ইউটিউব চ্যানেলও বেশ জনপ্রিয়তা, অনেক ফলোয়ার। জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী-সহ নামী শিল্পীদের সঙ্গে তাঁর গান প্রশংসিত।

ছবির নাম

ছবির নাম


Skip to content