রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দিশা পটানি ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত।

এক সময় পর্দার রসায়নের মতো বাস্তব জীবনেও তাঁদের প্রেমের খবরে সরগরম থাকত বলিপাড়া। এই জুটিকে এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে যেত কফি-ডেট থেকে লাঞ্চ-ডেটে। অবশ্য টাইগার ও দিশা কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
যদিও তাঁদের সমাজমাধ্যমের পাতা বলতে দুজন দুজনে বেশ পছন্দ করেন। এর মধ্যে বছর খানেক হল কানাঘুষো শোনা যাচ্ছে তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এমনকি, টাইগার এক অনুষ্ঠানেও জানিয়েছিলেন তিনি ‘সিঙ্গল’। এখন আবার ‘কাছাকাছি’ দুই চর্চিত সেই প্রাক্তন। দিশা তাঁর সমাজমাধ্যমের পাতায় টাইগারের প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন:

অমিতাভকে সরাসরি ‘অপমান’? ‘শোলে’ প্রসঙ্গে কী বললেন তারকা অভিনেতা কমল হাসান?

ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন? এর ফলে শরীরে কি কোনও পরিবর্তন দেখা দিতে পারে?

অভিনয়ের পাশাপাশি টাইগার এখন গান গাওয়ার দিকেও ঝুঁকেছেন। সম্প্রতি তাঁর প্রথম গান ‘লভ স্টিরিয়ো আগেইন’ মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক শিল্পী এডওয়ার্ড মায়ার সুরে অভিনেতা গানটি গেয়েছেন। দিশা সেই গানের মিউজিক ভিডিয়ো থেকে টাইগারের একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। সেই সঙ্গে দিশা লেখেছেন, ‘‘এমন কিছু কি আছে, যেটা তুমি করতে পারো না?’’ টাইগারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Skip to content