ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
বলিউডে কাজের মধ্যে দিয়ে নিজেদের স্থান পাকাপোক্ত করে নেওয়ার নজির বহু বাঙালি পরিচালকই ইতিমধ্যে তৈরি করেছেন। এই সময়ে দাঁড়িয়ে পরিচালক সুমন ঘোষের নাম তাদের সঙ্গে বিশষভাবে উল্লেখ্য। সুমন ঘোষের প্রথম হিন্দী ছবি ‘আধার’-এর পর চলতি মাসের শেষেই কলকাতায় আরম্ভ হতে চলেছ তার দ্বিতীয় হিন্দী ছবি ‘বিরজু’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শার্দুল ভরদ্বাজ এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এর আগে ২০২০ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে মুক্তিপ্রাপ্ত ‘ইব আলে উ’ ছবিতে দেখা গিয়েছিল শার্দুল ভরদ্বাজকে। এরপরে আসমান ভরদ্বাজ পরিচালিত ‘কুত্তে’ ছবিতে তাঁকে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ এবং তাব্বুর সঙ্গে। সুদীপ্তর সঙ্গে এটি সুমনের চতুর্থ ছবি। এরকম এক ব্যাতিক্রমী বিষয়বস্তুসম্পন্ন ছবিতে অভনয় করত পারছেন একথা ভেবেই আবেগাপ্লুত অভিনেত্রী। যদিও পরিচালক এখনই ছবির বিষয়বস্তু নিয়ে কথা বলতে নারাজ। গোটা বিষয়টাই তিনি ‘সারপ্রাইজ’ হিসাবে রাখতে চান এই মুহূর্তে। বছর তিনেক আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান প্রোজেক্ট মার্কেট’-এর অন্তর্গত ২০-২৫টি আন্তর্জাতিক ছবিকে বেছে নেওয়া হয়েছিল, সেই বিভাগের সুমন ঘোষের ছবিটিও নির্বাচিত হয়।
এই ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রবি কিরণ আয়াগারি। রবি কিরণ এর আগে সুমনের সঙ্গে ‘আধার’ ছবিটিকে কাজ করেছেন। সুমনের প্রথম হিন্দি ছবি ‘আধার’ও এই বছরেই রিলিজ হতে পারে বলে জানা যাচ্ছে।
এই ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রবি কিরণ আয়াগারি। রবি কিরণ এর আগে সুমনের সঙ্গে ‘আধার’ ছবিটিকে কাজ করেছেন। সুমনের প্রথম হিন্দি ছবি ‘আধার’ও এই বছরেই রিলিজ হতে পারে বলে জানা যাচ্ছে।