রোহিত শেট্টি। ছবি: সংগৃহীত।
‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছিল চলতি বছরের প্রথম দিকে। ছবিটি পরিচালনা করেছিলেন ওম রাউত। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস ও কৃতি শ্যানন। ‘রামায়ণ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছিল। পরিচালক ‘রামায়ণ’-এর গল্পকেই আধুনিক মোড়কে পরিবেশন করার চেষ্টা করেছিলেন। ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে থাকলও তা পূরণ করতে পারেনি ‘আদিপুরুষ’। বাজেটের তুলনায় একেবারে তলানিতে বক্স অফিস ব্যবসা। ছবির এ হেন ভরাডুবিতেও ‘রামায়ণ’ থেকে মন সরেনি বলিউডের নির্মাতাদের।
এই মুহূর্তে নীতেশ তিওয়ারিও ‘রামায়ণ’ নিয়ে বেশ। সেই ছবিতে রণবীর কাপুরকে দেখা যেতে পারে শ্রীরামচন্দ্রের ভূমিকায়। তবে খবর হল, শুধু নীতেশই নন, রোহিত শেট্টিও ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন।
আরও পড়ুন:
আলিয়ার চিৎকার-চেঁচামেচিতে চটে যান, তাঁকে পরতে দেন না লিপস্টিকও না, যদিও নিন্দায় নির্বিকার রণবীর!
আপনাকে কি প্রায়ই রাত জাগতে হয়? সুস্থ থাকতে রইল কয়েকটি টিপস
‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মতো ছবি বানিয়েছেন রোহিত। বলিউডে ‘কপ ইউনিভার্স’ নেপথ্যে তিনিই। যদিও এ বার চোর-পুলিশের খেলা ছেড়ে কিছুটা সরছেন রোহিত। তবে নিজের চেনা ছকের বাইরে রোহিত বেরোতে চান না। আর সেই ছকেই ‘রামায়ণ’-এর গল্প পর্দায় আনতে চাইছেন রোহিত। এখনও পর্যন্ত খবর, ছবির নাম ‘সিংহম ৩’। জানা যাচ্ছে, অজয় দেবগনকে রামের ভাবাদর্শে তৈরি এক চরিত্রে নতুন অবতারে দেখা যাবে। লক্ষ্মণের আদলে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর হনুমানের সঙ্গে রণবীর সিংহের চরিত্রের মিল থাকবে।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৪: পানমশলা খেলে ক্যানসার হয়?
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৮: ইষ্টদর্শন
এও শোনা যাচ্ছে, ‘সিংহম ৩’-এ সীতার আদলে করিনাকে দেখা যেতে পারে। অন্য দিকে, রাবণের আদলে খল চরিত্রে অর্জুন কাপুরকে দেখা যাবে। তবে এখনও ছবির গল্প নিয়ে মুখ খোলেননি রোহিত। খবর, পরিচালক একেবারে প্রেক্ষাগৃহেই চমক দেখাতে চান দর্শকদের।