পরিচালক অনীক দত্ত।
এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে পরিচালক অনীক দত্তের। পরিচালক ফুসফুসের সংক্রমণ নিয়ে আপাতত হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে অনীকের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। যদিও আগের দিন মঙ্গলবার রাতে তাঁর কিছুটা অস্থিরতা বেড়েছিল। তবে পরিচালক অক্সিজেন সাপোর্টে থাকায় অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে আসে। তাঁকে অল্প পরিমাণেই অক্সিজেন দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল।
অনীক এখনও হাসপাতালের ‘আইটিইউ’ রয়েছেন। তাঁর অস্থিরতা কমলেই তবেই ‘সিটি পালমোনারি এঞ্জিওগ্রাম’ করা হবে। এতে জানা যাবে তাঁর ফুসফুসে সংক্রমণ কতটা ছড়িয়েছে। পরিচালকের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-২৪: ওয়ার্কশপ থেকে হঠাৎ উধাও অভিনেত্রী সবিতা ঘুরে বেড়াচ্ছেন বাগানে, আর দূর দাঁড়িয়ে দেখছেন পরিচালক
ডায়েট ফটাফট: সানস্ক্রিন মাখবেন তো বটেই, এবার খেয়েও দেখুন—সিঙ্গল ইনভেস্টমেন্টে ডবল প্রফিট!
গত ১০ জানুয়ারি, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। পরীক্ষায় ‘সিওপিডি’ও ধরা পড়েছে। পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত জানান, পরিচালকের সিওপিডি-র সমস্যা দীর্ঘ দিন ধরেই রয়েছে। দিন কয়েক আগেও অনীক চিকিৎসকের কাছে গিয়েছিলেন রুটিন চেকআপে জন্য।
আরও পড়ুন:
যোগা-প্রাণায়াম: ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন? যোগাসনেই নিয়ন্ত্রণে থাকুক প্রেশার
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ
সূত্রের খবর, পরিচালকের কিছু দিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। রবিবার তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁর মঞ্চে ওঠানামা করতেও কিছুটা অসুবিধা হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও অনীক হাসপাতালে যেতে চাইছিলেন না। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এক এমন পরিস্থিতিও হয় যে তিনি ঠিক মতো শ্বাস নিতে পারছিলেন না। তৎক্ষণাৎ তাঁকে বাড়ির কাছে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক অনীক দত্ত ব্যস্ত ছিলেন তাঁর নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির কাজ নিয়ে। ‘যত কাণ্ড কলকাতায়’ ছবিতে উদযাপন করা হবে বাঙালির প্রিয় গোয়েন্দার ‘মগজাস্ত্র’কে।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক অনীক দত্ত ব্যস্ত ছিলেন তাঁর নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির কাজ নিয়ে। ‘যত কাণ্ড কলকাতায়’ ছবিতে উদযাপন করা হবে বাঙালির প্রিয় গোয়েন্দার ‘মগজাস্ত্র’কে।